Advertisement
E-Paper

অনলাইনে ‘দুষ্টু’ ছবি দেখবেন? এ বার থেকে বসতে হতে পারে হাতে নিজের আধার কার্ড নিয়ে! কেন্দ্রকে প্রস্তাব সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, অনলাইনের অনেক কনটেন্ট সকলের দেখার মতো নয়। এই ধরনের কনটেন্টের ক্ষেত্রে দর্শককে আগে থেকেই বার বার সতর্ক করা উচিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ০৯:০২

ছবি: এআই সহায়তায় প্রণীত।

না চাইলেও অনেক সময়ে মোবাইলের পর্দায় ভেসে ওঠে ‘অশ্লীল’ কনটেন্ট। একটি বোতামে ক্লিক করে জানাতে হয় দর্শক প্রাপ্তবয়স্ক কি না। ব্যাস, তার পরেই অনলাইনে অবাধে দেখা যায় ‘অশ্লীল কনটেন্ট’। সেই দর্শকের প্রকৃত বয়স যাচাই করার তেমন কোনও ব্যবস্থা নেই। এই নিয়েই এ বার নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছে, যাঁরা অনলাইনে ‘অশ্লীল’ কনটেন্ট দেখতে চাইবেন, আধারের মাধ্যমে তাঁদের বয়স যাচাই করা হোক। এই প্রস্তাব কেন্দ্র যদি মেনে নেয়, সে ক্ষেত্রে অনলাইনে ‘দুষ্টু’ ছবি দেখতে চাইলে হাতে আধার কার্ড নিয়ে বসতে হবে দর্শককে।

কৌতুকশিল্পী, পডকাস্টারদের অনলাইন কনটেন্ট, তাঁদের মশকরা মাঝেমধ্যে সীমা ছাড়িয়ে যায়, এই অভিযোগ তুলে একাধিক পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের অভিযোগ, কিছু কিছু ক্ষেত্রে সেই মশকরা অশ্লীল পর্যায়ে পৌঁছে যায়। সেই নিয়ে বৃহস্পতিবার শুনানি হয় প্রধান বিচারপতি কান্ত এবং বিচারপতির বাগচীর বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, অনলাইনের অনেক কনটেন্ট সকলের দেখার মতো নয়। এই ধরনের কনটেন্টের ক্ষেত্রে দর্শককে আগে থেকেই বার বার সতর্ক করা উচিত। বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, ‘‘বই, ছবিতে অশ্লীলতা থাকতে পারে। সেই নিয়ে যদি বাণিজ্যিক লেনদেন হতে পারে, তা হলে তা নিয়ে বিধিনিষেধও থাকতেই পারে। আপনি ফোন অন করলেন, সঙ্গে সঙ্গে পর্দায় এমন কিছু ভেসে উঠল, যা আপনি দেখতে চান না, আপনাকে দেখতে বাধ্য করা হচ্ছে, তখন কী হবে?’’

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কেউ কোনও কনটেন্ট হয়তো দেখতে চাইছেন না। তিনি যখন তা দেখবেন না বলে সিদ্ধান্ত নিলেন, তত ক্ষণে কনটেন্ট হয়তো শুরু হয়ে যায়। এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি কান্তের পরামর্শ, ‘‘কোনও কনটেন্ট অশ্লীল হলে তা নিয়ে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য সতর্ক করা যেতে পারে দর্শককে। এর পরে আপনার আধার কার্ডের তথ্য চাওয়া যেতে পারে। যাতে আপনার বয়স যাচাই করা যায়। তার পরে সেই কনটেন্ট সম্প্রচার শুরু করা হোক। অবশ্যই এগুলি পরামর্শ।’’ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘দায়িত্বশীল’ সমাজ গড়তে পারলে অনেক সমস্যারই সমাধান হবে।

বিভিন্ন অনুষ্ঠান, অনলাইন মাধ্যমে কৌতুকশিল্পীরা যে মশকরা করেন, সেই নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল পিটিশন। এই মশকরার সীমা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। শারীরিক অক্ষমতা রয়েছে বা কোনও জিনগত সমস্যা রয়েছে, এমন মানুষজনকে নিয়ে কতটা মশকরা চলতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বেঞ্চ। এই নিয়ে কেন্দ্রকে আইন তৈরির বিষয়ে ভাবনাচিন্তাও করতে বলেছে সুপ্রিম কোর্ট।

Supreme Court Porn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy