Advertisement
১৮ এপ্রিল ২০২৪

খারিজ হল ২৬ সপ্তাহে গর্ভপাতের আবেদন

ভ্রূণে দেখা গিয়েছিল ডাউন সিন্ড্রোমের লক্ষণ। এর জেরে শিশু জন্মালে সে মানসিক ও শারীরিক ভাবে প্রতিবন্ধী হতে পারে ভেবে সুপ্রিম কোর্টে গর্ভপাতের আবেদন জানিয়েছিলেন ৩৭ বছরের মহিলা। আজ সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০৩:৪১
Share: Save:

ভ্রূণে দেখা গিয়েছিল ডাউন সিন্ড্রোমের লক্ষণ। এর জেরে শিশু জন্মালে সে মানসিক ও শারীরিক ভাবে প্রতিবন্ধী হতে পারে ভেবে সুপ্রিম কোর্টে গর্ভপাতের আবেদন জানিয়েছিলেন ৩৭ বছরের মহিলা। আজ সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

মেডিক্যাল বোর্ডের রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভ্রূণটির বয়স ২৬ সপ্তাহ। বেঁচে থাকারও সম্ভাবনা রয়েছে। গর্ভাবস্থা চলাকালীন মায়ের জীবনসংশয় হওয়ারও সম্ভাবনা নেই। বিচারপতিদের কথায়, ‘‘একটি জীবন নিয়ে ফয়সালা করতে হচ্ছে। পরিস্থিতি বিচার করার পরে এ ক্ষেত্রে গর্ভপাতের অনুমতি আমরা দিতে পারি না।’’ গর্ভপাত সংক্রান্ত (মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি বা এমটিপি) আইন অনুযায়ী, ভ্রূণের বয়স ১২ সপ্তাহ হওয়া পর্যন্ত গর্ভপাত করা যায়। ১২ থেকে ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে গেলে দুই চিকিৎসকের অনুমতি নিতে হয়। ২০ সপ্তাহের পরে গর্ভপাত নিষিদ্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fetus Down Syndrome
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE