Advertisement
E-Paper

সঙ্ঘের মানহানির মামলা: রাহুল গাঁধীকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

মানহানির মামলা খারিজ তো হলই না। উল্টে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট। কোনও এক জন অপরাধীর জন্য গোটা একটা গোষ্ঠী বা একটা সংগঠনকে অপমান করা যায় না— রাহুল গাঁধীকে বলল দেশের সর্বোচ্চ আদালত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ১৪:৩২
মানহানির মামলায় বিপদ বাড়তে পারে কংগ্রেস সহ-সভাপতির। ছবি: পিটিআই।

মানহানির মামলায় বিপদ বাড়তে পারে কংগ্রেস সহ-সভাপতির। ছবি: পিটিআই।

মানহানির মামলা খারিজ তো হলই না। উল্টে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট। কোনও এক জন অপরাধীর জন্য গোটা একটা গোষ্ঠী বা একটা সংগঠনকে অপমান করা যায় না— রাহুল গাঁধীকে বলল দেশের সর্বোচ্চ আদালত।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন এক জনসভায় রাহুল গাঁধী আরএসএস-কে মহাত্মা গাঁধীর হত্যাকারী আখ্যা দিয়েছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতেই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন এক আরএসএস কর্মী। মহারাষ্ট্রের ভিওয়ান্ডির আদালতে এই মামলা দায়ের হয়। গত বছর রাহুল গাঁধী সেই মামলার শুনানিতে ভিওয়ান্ডি আদালতে হাজিরাও দিয়েছিলেন। একই সঙ্গে মামলাটি খারিজ করার আবেদন নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই আবেদনের শুনানিই হয়েছে। আদালত রাহুল গাঁধীকে বলেছে, ‘‘কোনও সংগঠনকে সামগ্রিক ভাবে অপমান করতে আপনি পারেন না।’’ আগামী সপ্তাহে আবার এই মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট এ দিন জানায়, কংগ্রেস সহ-সভাপতির তরফে পরবর্তী শুনানির জন্য দু’সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। রাহুলের কৌঁসুলি কবিল সিব্বল আগামী সপ্তাহে দিল্লিতে থাকছেন না বলেই এই আবেদন। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, শুনানি আগামী সপ্তাহেই হবে। সিব্বল অনুপস্থিত থাকলে অন্য কেউ সওয়াল করবেন।

আরও পড়ুন: কংগ্রেসের নরম সুরে জিএসটি নিয়ে আশা

ভিওয়ান্ডির আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা শেষ পর্যন্ত চলবে কি না, তা পরবর্তী শুনানির তারিখেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। তবে মঙ্গলবার বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালত যে অবস্থান নিয়েছে, তাতে মামলা খারিজ হওয়ার সম্ভাবনা নেই বলেই ওয়াকিবহাল মহলের মত। অর্থাৎ কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে রাহুল গাঁধীকে।

Rahul Gandhi Defamation RSS Supreme Court Rebuked
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy