ঔপনিবেশিক যুগের অবসান ঘটলেও, ব্রিটিশদের দেওয়া ‘ইন্ডিয়া’ নাম এখনও রয়ে গিয়েছে। গোটা বিশ্ব ভারতকে এই নামেই চেনে। কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে দাসত্বের ইতিহাস। এই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টে দেশের নাম পাল্টানোর আর্জি জানিয়েছিলেন এক ব্যক্তি। ‘ইন্ডিয়া’র বদলে স্থায়ী ভাবে দেশের নাম ভারত বা হিন্দুস্তান কী ভাবে করা যায়, সে ব্যাপারে আদালতকে পথ দেখানোর আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু এ ব্যাপারে হস্তক্ষেপ করতে রাজি হল না শীর্ষ আদালত।
দেশের নাম বদলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিলেন নমহ্ নামের দিল্লির এক ব্যবসায়ী। তাঁর যুক্তি ছিল, ‘ইন্ডিয়া’ শব্দটি এ দেশের নয়। গ্রিক শব্দ ‘ইন্ডিকা’ থেকে এর উৎপত্তি। এর সঙ্গে দাসত্বের ইতিহাস জড়িয়ে রয়েছে। তা পাল্টে দেশের নাম ভারত বা হিন্দুস্তানের মধ্যে যে কোনও একটি রাখলে, এ দেশের নাগরিক হিসাবে গর্ববোধ করবে মানুষ। বহু কাল ধরে দেশে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান প্রচলিত রয়েছে। তাই দেশের নাম ভারত রাখলে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই সার্থক হবে বলেও দাবি করেন তিনি।
১৯৪৮ সালের সংসদ বিতর্ককে উল্লেখ করে ওই আবেদনে আরও বলা হয়, ‘‘সংবিধান তৈরির সময়ও ১ নম্বর অনুচ্ছেদ নিয়ে মতবিরোধ ছিল। দেশের নাম ভারত অথবা হিন্দুস্তান রাখার পক্ষে একটা বড় অংশের সমর্থন ছিল। তখন তা হয়নি। তবে এখন সময় বদলেছে। ভারতীয় সংস্কৃতি ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ কিছু শহরের নাম বদল করা হয়েছে। তাই এই সময়ই আসল নামে দেশের পরিচিতি গড়ে তোলা উচিত।’’