জামিন হচ্ছে নিয়ম, জেল ব্যতিক্রম। দেশের বিচারব্যবস্থা নিয়ে অতীতে বিভিন্ন সময়ে এমন মন্তব্য করেছে। এ বার সুপ্রিম কোর্ট এ-ও জানিয়ে দিল, কোনও মামলায় অন্য অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন বলেই আর এক অভিযুক্তকে জামিন দিয়ে দেওয়া যাবে না। অভিযুক্তদের মধ্যে সমতা বজায় রাখতে হবে— শুধুমাত্র এই কারণে ফৌজদারি মামলায় কাউকে জামিন দেওয়া যায় না। মঙ্গলবার তা জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে এক ফৌজদারি মামলার শুনানি ছিল। উত্তরপ্রদেশের ওই খুনের মামলায় এলাহাবাদ হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন অভিযুক্ত। ওই মামলায় অন্য বেশ কয়েক জন অভিযুক্ত আগেই জামিন পেয়েছিলেন। সম্প্রতি ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, একই ঘটনায় অন্য অভিযুক্তেরা জামিন পেয়ে গিয়েছেন বলেই কাউকে জেল থেকে মুক্তি দেওয়া যায় না। তাই ওই অভিযুক্তের জামিনের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
এই মামলার পর্যবেক্ষণেও বিচারব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের সেই অতীতে মন্তব্যের কথাও উল্লেখ করে দুই বিচারপতির বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, “প্রায়শই বলা হয় জামিনই হল নিয়ম, জেল ব্যতিক্রম। তবে এটিকে এতটাও জোর দিয়ে বলা যায় না। এমন নয় যে অপরাধের সঙ্গে জড়িত পরিস্থিতি বিবেচনা না-করেই অভিযুক্তকে জামিন দিয়ে দেওয়া হবে। জামিন দেওয়ার সময়ে আদালতকে বেশ কয়েকটি দিক বিবেচনা করতে হয়।”
আরও পড়ুন:
সুপ্রিম কোর্ট জানিয়েছে, অভিযুক্তকে জামিন দেওয়ার সময় প্রাসঙ্গিক সব দিকগুলি সঠিক ভাবে বিবেচনা করা হয়নি হাই কোর্টে। সুপ্রিম কোর্ট মনে করছে, অভিযুক্তদের ক্ষেত্রে শুধুমাত্র সমতা বজায় রাখার জন্যই হয়ত এই অভিযুক্তকেও জামিন দিয়ে দেওয়া হয়েছে। এটি হওয়া উচিত নয় বলেই মনে করছে আদালত।