Advertisement
E-Paper

নিঠারি হত্যাকাণ্ড: সেই সুরেন্দ্রকে শেষ মামলাতেও বেকসুর খালাস করল সুপ্রিম কোর্ট, শীঘ্রই মুক্তি

২০০৫-২০০৬ সাল নাগাদ নিঠারিতে একের পর যুবতী, কিশোর-কিশোরী নিখোঁজ হতে শুরু করেন। তার তদন্তেরই সূত্র ধরে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর নিঠারির ব্যবসায়ী মণীন্দ্র সিংহ পান্ধেরের বাড়ি থেকে উদ্ধার হয় ১৯টি কঙ্কাল এবং কিছু দেহাবশেষ। অভিযোগ ওঠে শিশু, কিশোর-কিশোরীদের উপর যৌন অত্যাচার চালিয়ে খুন করতেন মণীন্দ্রের বাড়ির পরিচারক সুরেন্দ্র কোলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৫:০৬
Supreme Court set aside the conviction of Surendra Koli in the last remaining case

নিঠারি মামলার অন্যতম অভিযুক্ত সুরেন্দ্র কোলি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইঙ্গিত আগেই মিলেছিল। এ বার সেটাই সত্যি হল। উত্তরপ্রদেশের নিঠারি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সুরেন্দ্র কোলিকে বেকসুর খালাস করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি বিআর গবই, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ বলে, ‘‘আবেদনকারীকে খালাস করা হল। তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে।’’

প্রসঙ্গত, ২০০৫-২০০৬ সাল নাগাদ নিঠারিতে একের পর যুবতী, কিশোর-কিশোরী নিখোঁজ হতে শুরু করেন। তার তদন্তেরই সূত্র ধরে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর নিঠারির ব্যবসায়ী মণীন্দ্র সিংহ পান্ধেরের বাড়ি থেকে উদ্ধার হয় ১৯টি কঙ্কাল এবং কিছু দেহাবশেষ। এই ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। পরে তদন্তে উঠে আসে, শিশু, কিশোর-কিশোরীদের উপর যৌন অত্যাচার চালিয়ে খুন করে তাদের দেহের অংশ প্রেসার কুকারে সেদ্ধ করে খেয়ে ফেলতেন পান্ধের এবং তাঁর বাড়ির পরিচারক সুরেন্দ্র। এই মামলায় পান্ধের এবং কোলিকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন সিবিআই আদালতের বিশেষ বিচারক পবন তিওয়ারি। তবে পরে এলাহাবাদ আদালতে সেই সাজা স্থগিত হয়ে যায়।

সুরেন্দ্রের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের হয়। ১২টি মামলায় বেকসুর খালাস পেলেও ঝুলে ছিল শেষ মামলাটি। সেই মামলার সুরেন্দ্র শাস্তি মকুবের আবেদন করেন সুপ্রিম কোর্টে। সেই মামলার শেষ শুনানিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘‘যদি একই তথ্যের ভিত্তিতে তাঁকে অন্য মামলাগুলি থেকে খালাস দেওয়া হয় এবং এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়, তবে কি সেটা ন্যায়বিচারের প্রতি বিদ্রুপ করা হবে না?’’ রায় স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। তবে তখনই অনেকে ধারণা করে নেন, শেষ মামলা থেকেও রেহাই পেয়ে যাবেন নিঠারিকাণ্ডের অন্যতম অভিযুক্ত সুরেন্দ্র। মঙ্গলবার সেই মামলায় রায় দিল দেশের শীর্ষ আদালত।

নিঠারির ঘটনা অবলম্বনে বছরখানেক আগে মুক্তি পেয়েছিল বিক্রান্ত মাসে অভিনীত ‘সেক্টর ৩৬’ ছবি। সেখানে নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুরিন্দর কোলির চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। বেশ সাড়া ফেলেছিল বিক্রান্তের সেই অভিনয়। ছবির পরতে পরতে নিঠারি হত্যাকাণ্ডের বিভীষিকাময় দৃশ্য ফুটিয়ে তুলেছিলেন পরিচালক আদিত্য নিম্বলকর। দু’দশক আগের সেই হত্যা মামলা থেকে রেহাই পেলেন সুরেন্দ্র।

Nithari Case Supreme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy