Advertisement
২৫ এপ্রিল ২০২৪
maharashtra

Maharashtra Crisis: ‘চোখ বুজে ফেলিনি’, মহারাষ্ট্র প্রসঙ্গে কোর্ট

দলত্যাগ-বিরোধী আইনে শিন্ডে ও ১৫ জনের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে মামলা করেছিলেন শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভু।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ০৭:৩৫
Share: Save:

মহারাষ্ট্রের রাজনীতির ঘটনাপ্রবাহের বিষয়ে তারা চোখ বুজে নেই বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও তাঁর অনুগামী শিবসেনার ১৫ জন বিধায়ককে সাসপেন্ড করার আর্জি সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে বি পারদিওয়ালা জানিয়েছেন, ১১ জুলাই এই বিষয়ে শুনানি হবে।

দলত্যাগ-বিরোধী আইনে শিন্ডে ও ১৫ জনের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে মামলা করেছিলেন শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভু। সুপ্রিম কোর্ট গত ২৭ জুন বলেছিল, বিক্ষুব্ধ বিধায়কদের পদ খারিজ সংক্রান্ত মামলার শুনানি ১১ জুলাই হবে। তত দিন পর্যন্ত দলত্যাগ-বিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। ইতিমধ্যে ওই বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিক্ষুব্ধদের সাসপেন্ড করার আর্জি জানিয়ে প্রভু সুপ্রিম কোর্টে যান। আজ আইনজীবী কপিল সিব্বল এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান। সিব্বল বলেন, সুপ্রিম কোর্টের আস্থা ভোটের নির্দেশের পরে শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিক্ষুব্ধ বিধায়কেরা বিজেপিতে যোগ দেননি। তা হলে তাঁরা কার হুইপ মানবেন? এটা গণতন্ত্র নয়। বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আমরা এ বিষয়ে অবহিত। আমরা চোখ বুজে ফেলিনি। আমরা ১১ জুলাই সবটাই বিবেচনা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE