Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চুপ ছিলেন না মোদী, ফিরেই দাবি সুষমার

অসুস্থতার জন্য চার মাস পরে আজ সক্রিয় কর্মজীবনে ফিরলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আমেরিকায় ভারতীয়দের উপর আক্রমণ নিয়ে বিবৃতি দিয়ে আশ্বস্ত করলেন। একই সঙ্গে এই ঘটনায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘নীরবতা’র অভিযোগ উড়িয়েও তাঁর পক্ষ নিলেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০৩:০০
Share: Save:

অসুস্থতার জন্য চার মাস পরে আজ সক্রিয় কর্মজীবনে ফিরলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আমেরিকায় ভারতীয়দের উপর আক্রমণ নিয়ে বিবৃতি দিয়ে আশ্বস্ত করলেন। একই সঙ্গে এই ঘটনায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘নীরবতা’র অভিযোগ উড়িয়েও তাঁর পক্ষ নিলেন।

কিডনি প্রতিস্থাপনের জন্য চার মাস সক্রিয় কর্মজীবনে ছিলেন না সুষমা। আজ সংসদে আসতেই স্পিকার থেকে বিরোধী দলের নেতারা তাঁকে অভিনন্দন জানান। সুষমা বলেন, তিনি এখন সুস্থ। কিন্তু এতদিন ঘরে থেকেও নজর রাখছিলেন গতিবিধির উপর। আমেরিকায় ভারতীয়দের উপর আক্রমণের সময় শুধু তাঁর মন্ত্রক নয়, তিনি নিজেও আক্রান্তের পরিবারকে ফোন করে সব রকম সাহায্য সুনিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী একেবারেই নীরব ছিলেন না। ভোটের প্রচারে ব্যস্ত থাকলেও প্রতিদিন খোঁজ নিতেন বিদেশ মন্ত্রক এই বিষয়ে কী করছে। বিরোধীদের অভিযোগ ছিল, অন্য বিষয়ে মুখ খুললেও আমেরিকায় ভারতীয়দের উপর আক্রমণে চুপ কেন প্রধানমন্ত্রী? সুষমা আজ বলেন, প্রতিটি ঘটনায় ভারতের দূতাবাস যে সহযোগিতা করেছে, সেটি আক্রান্তের পরিবারও স্বীকার করেছে। আমেরিকার শীর্ষ স্তরেও ভারতের উদ্বেগ জানানো হয়েছে। আমেরিকা জানিয়েছে, এগুলো বিক্ষিপ্ত ঘটনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE