Advertisement
০১ মে ২০২৪
national

সুষমার ডায়ালিসিস চলছে, হতে পারে কিডনি প্রতিস্থাপন

হাসপাতালে ভর্তি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিডনি সংক্রান্ত অসুস্থতা নিয়ে গত সপ্তাহের মঙ্গলবার দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন তিনি। বুধবার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন সুষমা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ১১:১৫
Share: Save:

হাসপাতালে ভর্তি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিডনি সংক্রান্ত অসুস্থতা নিয়ে গত সপ্তাহের মঙ্গলবার দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন তিনি। বুধবার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন সুষমা।

হাসপাতাল সূত্রের খবর, গত ৭ নভেম্বর তাঁকে কার্ডিও-থোরাসিক বিভাগের প্রধান বলরাম আইরানের পর্যবেক্ষণে ভর্তি করা হয়। তাঁর ডায়ালিসিস চলছে। এমনকী, কিডনি প্রতিস্থাপনের জন্য বিভিন্ন পরীক্ষানিরীক্ষাও করা হচ্ছে। গত ২০ বছর ডায়াবেটিসে আক্রান্ত থাকার ফলেই তাঁর কিডনির সমস্যা দেখা দিয়েছে বলে মত চিকিৎসকদের। তবে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন কার্ডিও-থোরাসিক বিভাগের প্রধান।

এ দিন সকাল ১০টা নাগাদ সুষমা টুইট করেন। সেখানে তিনি লিখেছেন ‘কিডনি ঠিক মতো কাজ না করায় আমি এইমসএ ভর্তি আছি। এই মুহূর্তে ডায়ালিসিস চলছে। কিডনি প্রতিস্থাপনের জন্য পরীক্ষানিরীক্ষা চলছে। ঈশ্বর আশীর্বাদ করবেন।’

এ দিন সকাল ১০টা নাগাদ সুষমা টুইট করেন। সেখানে তিনি লিখেছেন ‘কিডনি ঠিক মতো কাজ না করায় আমি এইমসএ ভর্তি আছি। এই মুহূর্তে ডায়ালিসিস চলছে। কিডনি প্রতিস্থাপনের জন্য পরীক্ষানিরীক্ষা চলছে। ঈশ্বর আশীর্বাদ করবেন।’

বিদেশমন্ত্রীর শুভকামনা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি লিখেছেন, ‘আমাদের আন্তরিক প্রার্থনা সুষমাজি। আশা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।’

শুভকামনা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি লিখেছেন, ‘সুষমা স্বরাজের স্বাস্থ্যের কতা শুনে খুব খারাপ লাগছে। আমার বাবারও একই সমস্যা ছিল। কাজেই আপনি এবং আপনার পরিবার কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন বুঝতে পারছি।’

চলতি বছরের প্রথম দিকে জ্বর এবং বুকে সংক্রমণ নিয়ে প্রায় ২১ দিন হাসপাতালে ভর্তি ছিলেন সুষমা।

আরও পড়ুন: নোট পাল্টালেন মোদীর মা, মন্ত্রীরা কবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sushma Swaraj Hospital Kidney Failure
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE