Advertisement
১০ মে ২০২৪
Drone

কাশ্মীরে ভারতের সীমানায় আকাশে ঢুকে পড়ল সন্দেহজনক ড্রোন

প্রাথমিক ভাবে সেনা মনে করছে, ড্রোনটি পাকিস্তানের দিক থেকে এসে এ দেশের সীমারেখায় ঢুকে পড়েছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ২১:২১
Share: Save:

জম্মু-কাশ্মীরের সাম্বা-র পর এ বার মেন্ধর ও মানকোট সেক্টর। রবিবার নিয়ন্ত্রণরেখায় ফের উড়তে দেখা গেল একটি ড্রোন। সেটি ভারতের সীমারেখায় ঢুকে পড়ে। প্রাথমিক ভাবে সেনা মনে করছে, ড্রোনটি পাকিস্তানের দিক থেকে এসে এ দেশের সীমারেখায় ঢুকে পড়েছিল।

শুক্রবারই পাকিস্তানের দিক থেকে দুটি ড্রোন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সাম্বা সেক্টরে ঢুকে পড়ে। বিএসএফ সূত্রে জানানো হয়, চক ফকিরায় ভারতের আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোন দুটিকে। তাদের দাবি, পাকিস্তান পোস্ট চমন খুর্দ থেকে ওই ড্রোনগুলো এসেছিল। চক ফকিরার ঠিক উল্টো দিকেই নিয়ন্ত্রণরেখার ওপারে রয়েছে এই পাক পোস্ট। ড্রোন দুটিকে দেখামাত্রই সতর্ক হয়ে যায় বিএসএফ। সেগুলোকে গুলি করে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু কোনও ভাবে সেগুলো রক্ষা পেয়ে যায়। বিএসএফ এর পর দাবি করে, ড্রোনগুলিকে পাক পোস্টের দিকেই উড়ে যেতে দেখা গিয়েছে।

শুধু সাম্বা, মেন্ধর বা মানকোট সেক্টর নয়, নিয়ন্ত্রণরেখা লাগোয়া জম্মু-কাশ্মীরের গ্রামবাসীদের দাবি, এর আগেও তাঁরা এ রকম উড়ন্ত কোনও যন্ত্রকে লক্ষ্ করেছে। গত মাসেই কেরন সেক্টরে পাক সেনার কোয়াডকপ্টারকে গুলি করে নামায় ভারতীয় সেনা। সেই কোয়াডকপ্টারটা আবার চিনা সংস্থার বলে দাবি করেছে সেনা।

আরও পড়ুন: গোপন সুড়ঙ্গের হদিশ কাশ্মীরের পাক সীমান্তে, নাগরোটা-কাণ্ডেই মেলে সূত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drone Jammu and Kashmir Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE