ফের হাই অ্যালার্ট জারি হল পঠানকোটে। মামুন সেনাঘাঁটির কাছে একটি সন্দেহজনক ব্যাগ মেলার পর এই সতর্কতা জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এক স্থানীয় বাসিন্দা রবিবার পুলিশকে সন্দেহজনক ব্যাগটির বিষয়ে জানান। খবর পেয়েই গোটা পঠানকোট শহরে এবং মামুন সেনাঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে। সেনা এবং পুলিশ ইতিমধ্যেই যৌথ ভাবে তল্লাশি অভিযান শুরু করেছে।
পঞ্জাবে ভারত-পাক সীমান্ত ঘেঁষে অবস্থান পঠানকোট শহরের। সামরিক দিক থেকে এই শহর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঠানকোটে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি তো রয়েছেই। মামুন এলাকায় রয়েছে আর্মি ক্যান্টনমেন্টও। গত বছরই পঠানকোটের বিমানঘাঁটিতে জঙ্গি হানা হয়েছিল। জম্মু-কাশ্মীরের খুব কাছাকাছি অবস্থিত শহরটিতে এ বার আর্মি ক্যান্টনমেন্টের কাছে সন্দেহজনক ব্যাগ মিলল। উপত্যকায় যে ভাবে রোজ সন্ত্রাসবাদী নাশকতা ঘটানোর চেষ্টা হচ্ছে, তাতে নিকটবর্তী পঠানকোট নিয়েও দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে বলে দেশের নিরাপত্তা সংস্থাগুলি মনে করছে। সেনাঘাঁটির কাছে বেওয়ারিশ ব্যাগ মিলতেই তাই জোর তৎপরতা পঠানকোটে।