যুদ্ধবিমান তৈরির পথে পা বাড়াচ্ছে আদানি গোষ্ঠী। ভারতের সশস্ত্র বাহিনীর জন্য ফাইটার জেট তৈরির বরাত পেতে সুইডেনের সংস্থা ‘সাব’ এবং ভারতীয় সংস্থা আদানি গাঁটছড়া বাঁধছে। সাব-এর চিফ এগজিকিউটিভ হাকান বাসখে শুক্রবার নয়াদিল্লিতে এ কথা জানিয়েছেন। সাব-এর তৈরি বিশ্বখ্যাত ফাইটার জেট ‘গ্রিপেন’ সম্পর্কে আগ্রহ রয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের। আদানির সঙ্গে হাত মিলিয়ে এ বার ভারতেই গ্রিপেন তৈরি করতে চায় সাব।
নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রেও নতুন নীতি নিয়েছে ভারত সরকার। সেই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নীতি অনুযায়ী, বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বদলে, বিদেশি সংস্থাগুলিকে ভারতে এসে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব দিচ্ছে ভারত। তবে বিদেশি সংস্থাগুলি একক ভাবে ভারতে প্রোডাকশন ইউনিট খুলতে পারবে না, কোনও ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করতে হবে তাদের।
আরও পড়ুন: পাক সন্ত্রাস নিয়ে চিন কথা চায় না ব্রিকসে