Advertisement
E-Paper

বাবরির মতো ধ্বংস হতে পারে তাজও! আশঙ্কা  আজমের

আর বিজেপি নেতাদের এই সব মন্তব্যের পরেই তাজমহল নিয়ে  আশঙ্কা প্রকাশ করেন আজম খান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ০৩:৫২
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

কয়েক দিন ধরেই বিতর্কের কেন্দ্রে রয়েছে শাহজাহানের প্রেমের সৌধ তাজমহল। সেই বিতর্কে এ বার নতুন মাত্রা যোগ করলেন সমাজবাদী পার্টির (সপা) নেতা আজম খান। বুধবার তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাবরি মসজিদের মতো ধ্বংস হতে পারে তাজমহলও।

সম্প্রতি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম মন্তব্য করেছেন, ‘‘তাজমহল ভারতীয় সংস্কৃতিতে কলঙ্কের চিহ্ন।’’ তাজমহলের নাম বদলে ‘তেজো মহল’ করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনয় কাটিয়ার। তাঁর দাবি, মন্দির ভেঙেই তাজমহল বানানো হয়েছে। বুধবার আর এক বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী আবার দাবি করেছেন, যে জমিতে তাজমহল দাঁড়িয়ে আছে সেই জমিটি জয়পুরের রাজাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তাঁর কথায়, ‘‘আমার হাতে এমন নথি এসেছে, যা থেকে স্পষ্ট যে জয়পুরের রাজা–মহারাজাদের তাজমহলের জমিটি বেচতে বাধ্য করেছিলেন শাহজাহান। ক্ষতিপূরণ বাবদ সেই রাজাদের ৪০টি গ্রাম দেওয়া হয়েছিল। যাকে কোনও ভাবেই ওই জমির দামের সঙ্গে তুলনা করা যায় না।’’ তিনি আরও বলেন, ‘‘নথিতে আরও দেখা যাচ্ছে, ওই জমিতে একটি মন্দির ছিল। কিন্তু মন্দির ভেঙেই তাজমহল বানানো হয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয়।’’ শীঘ্রই ওই নথি তিনি সংবাদমাধ্যমে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন স্বামী।

আর বিজেপি নেতাদের এই সব মন্তব্যের পরেই তাজমহল নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আজম খান। সপা নেতা বলেন, ‘‘যদি বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়া যায়, তা হলে দেশে কোনও সৌধই ভেঙে ফেলা হতে পারে। এই পরিস্থিতিতে যে কোনও দিন তাজমহল ধ্বংস হয়ে যেতে পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। দেশের কোনও সৌধই এখন নিরাপদ নয়।’’ তাঁর কথায়, ‘‘রাম মন্দিরের নামে যারা বাবরি ভাঙতে পারে, তারা সবই করতে পারে। তাজের আন্তর্জাতিক খ্যাতি রয়েছে বলেই ওই সৌধ এখনও দাঁড়িয়ে রয়েছে।’’

সঙ্গীত সোমের তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্যের পরেও দেশ জুড়ে হইচই তৈরি হয়। অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। তখনও আজম বলেছিলেন, ‘‘শুধু তাজমহল কেন, সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, লালকেল্লাও গুঁড়িয়ে দেওয়া হোক। কারণ সেগুলিও দাসত্বের প্রতীক। বহন করছে গোলামির ইতিহাস।’’ বিষয়টি বিধায়কের ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়িয়েছেন বিজেপি নেতৃত্ব। সোমকে এমন মন্তব্যের জন্য কারণ দর্শাতেও বলা হয়েছে। স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেন, ‘‘কে তাজমহল তৈরি করেছেন সেটি বড় কথা নয়। ভারতীয় শ্রমিকদের ঘাম এব‌ং রক্তে তৈরি হয়েছে তাজমহল।’’

এরই মধ্যে আজ তাজমহলের ছবি টুইট করেছে বাম-শাসিত কেরলের পর্যটন বিভাগ। তা দেখে অনেকের প্রশ্ন, ‘‘কেরল সরকার কি উত্তরপ্রদেশ সরকারকে ‘ট্রোল’ করছে?’’

Azam Khan Taj Mahal আজম খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy