প্রাচীন চোল সাম্রাজ্যের নিদর্শন খুঁজে বার করতে পমপুহার এলাকায় সমুদ্রের নীচে খননকার্য শুরু করল তামিলনাড়ু সরকার। এর ফলে ওই এলাকায় থাকা প্রাচীন সভ্যতার নিদর্শন সামনে আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
এর আগে শিবগঙ্গা জেলায় ভাইগাই নদীর তীরে কিজ়াডি এলাকায় খননকার্য চালিয়েছিল তামিলনাড়ু সরকার। তাদের দাবি, সেখানে ২,৫০০ বছর আগের নাগরিক সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে। স্ট্যালিনের দাবি, পমপুহার কিজ়াডির মতোই প্রাচীন হতে পারে। তা জলমগ্ন হয়েছিল। নাগাপটিনমের কাছে ওই এলাকা প্রাচীন বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। ওই এলাকার সঙ্গে এক সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগ ছিল বলে মনে করেন ইতিহাসবিদেরা।
রাজ্য সরকারের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ১৯৮১ সালে একটি প্রাথমিক সমীক্ষায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গিয়েছিল। তার মধ্যে ছিল ইটের তৈরি কাঠামো ও মাটির পাত্র। ২০২৩ সালে একটি সমীক্ষায় ওই এলাকায় সমুদ্রের নীচে থাকা একটি প্রাচীন বন্দর শহরের নিদর্শন পাওয়া যায়।
স্ট্যালিনের মতে, সমুদ্রের নীচে তামিলদের ইতিহাসের খোঁজ পাওয়া যাবে। পমপুহার ইতিহাসের ‘সঙ্গম’ ও ‘সঙ্গম-পরবর্তী’ যুগে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ছিল। প্রাচীন তামিল সভ্যতা নিয়ে নতুন গবেষণার জন্যই সমুদ্রগর্ভে অভিযান শুরু হয়েছে।সূত্রের খবর, অনুসন্ধানকারী দলের নেতৃত্বে রয়েছেন প্রত্নতত্ত্ববিদ ও লেখক কে রাজন ও তামিলনাড়ু প্রত্নতত্ত্ব দফতরের যুগ্ম অধিকর্তা আর শিবনাথম। প্রাথমিক পর্যায়ে কয়েক জন ডুবুরি আধুনিক যন্ত্র নিয়ে সমুদ্রের তলায় থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ছবি তুলেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)