তিনি মায়ের মতোই ভাল— এলটিটিই-র শীর্ষনেতা ভেলুপিল্লাই প্রভাকরণ সম্পর্কে এক জনসভায় এমনই কথা শোনা গেল তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয়ের মুখে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে খুনের প্রধান ষড়যন্ত্রী সম্পর্কে বিজয়ের মন্তব্য, “উনি ছিলেন শ্রীলঙ্কার তামিলদের কণ্ঠস্বর।’’
শনিবার বিজয়ের একটি জনসভা ছিল ভোটমুখী তামিলনাড়ুর নাগাপট্টিনমে। সভায় তিনি বলেন, “ইলম তামিলদের সঙ্গে নাড়ির যোগ রয়েছে আমাদের। যে নেতা তাঁদের মায়ের মতো করে ভালবাসতেন, তাঁকে হারানোর পরে তাঁরা ভুগছেন। তা তাঁরা শ্রীলঙ্কাতেই থাকুন বা বিশ্বের অন্য কোথাও।” এর পরেই তিনি বলেন, “আমাদের কর্তব্য তাঁদের জন্য আওয়াজ তোলা।”
শ্রীলঙ্কায় পৃথক তামিল রাষ্ট্রের দাবি নিয়ে দীর্ঘদিন লড়াইয়ের পরে ২০০৯ সালে সে দেশের সেনার কাছে পর্যুদস্ত হয় এলটিটিই। প্রভাকরণ ওই বছরই নিহত হন সেনার হাতে। সংগঠনটি ১৯৯০ সাল থেকে ভারতে নিষিদ্ধ। বিজয় এই প্রথম শ্রীলঙ্কার তামিলদের জন্য সরব হলেন, এমনটা নয়। ২০০৮ সালে চেন্নাইয়ে অনশনেও বসেছিলেন শ্রীলঙ্কায় তামিল হত্যার প্রতিবাদে।
গৃহযুদ্ধে বিধ্বস্ত শ্রীলঙ্কা থেকে এক সময়ে প্রচুর তামিল ভাষাভাষী মানুষ ভারতে চলে এসেছিলেন। নাগাপট্টিনম-সহ নানা এলাকায় মৎস্যজীবীদের মধ্যে শ্রীলঙ্কার তামিলদের বিষয়টি ভোটে গুরুত্বপূর্ণ। মৎস্যজীবীদের বঞ্চনা করে বিজেপি, এই অভিযোগ তুলে জনসভায় বিজয় বলেছেন, “ডিএমকে সরকারের মতো নই আমরা। ওরা তো মৎস্যজীবীদের ব্যাপারে লম্বা লম্বা চিঠি লিখে তার পরে চুপ করে যায়!”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)