আয়কর বিভাগ ও ইডি-র অফিসাররা আজ সকালেই তল্লাশি চালিয়েছিলেন তাঁর ছেলে কার্তি-র বন্ধুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে। চেন্নাইয়ে সেই ঘটনার পরেই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম অভিযোগ এনেছেন, নরেন্দ্র মোদীর সরকার আক্রোশের মনোভাব নিয়েই তাঁর পরিবারকে নিশানা করে এ সব ঘটাচ্ছে।
কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা রীতিমতো বিবৃতি দিয়ে মন্তব্য করেন, ‘‘যদি নিশানা করতে হয়, সরাসরি আমাকে করুন, আমার ছেলের বন্ধুদের হেনস্থা করবেন না। তাঁরা নিজেদের ব্যবসা করেন। রাজনীতির সঙ্গে ওঁদের কোনও সম্পর্ক নেই।’’ চিদম্বরমের মন্তব্য, ‘‘আমি আর আমার পরিবার সরকারের যাবতীয় বিদ্বেষের মুখে পড়তে তৈরিই আছি।’’ একই সঙ্গেই প্রাক্তন অর্থমন্ত্রীর দাবি, যে সংস্থাকে নিশানা করা হয়েছে, তাতে তাঁর পরিবারের সদস্যদের কোনও ব্যবসায়িক লেনদেন নেই।
পরিবারের বিরুদ্ধে আক্রোশ দেখানো নিয়ে চিদম্বরমের অভিযোগকে যদিও উড়িয়ে দিয়েছে আয়কর বিভাগ। তাদের দাবি, কর ফাঁকির নির্দিষ্ট তথ্য পেয়েই আজ তল্লাশি চালানো হয়েছে। আর যেখানে তল্লাশি হয়েছে, সেই সংস্থার শীর্ষপদে কোনও রাজনৈতিক ব্যক্তি বা তাঁর পরিবারের সদস্যরা নেই।
কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি যদিও কার্তির বন্ধুর দফতরে আয়কর হানার ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসাকেই খুঁজে পেয়েছেন। তাঁর অভিযোগ, তামিলনাডুর ভোটের দিকে নজর রেখেই এ সব হচ্ছে। সূত্রের খবর, আজ চেন্নাই ও তিরুচিরাপল্লিতে দু’টি সংস্থার দফতরে ইডি ও আয়কর বিভাগের যৌথ তল্লাশি চলেছে। তবে সংস্থাগুলির নাম সরকারি ভাবে জানানো হয়নি।