Advertisement
২৩ এপ্রিল ২০২৪

স্পিকারের ন্যায়দণ্ড তুলে দৌড়ের নিন্দায় তথাগত

বিধানসভায় স্পিকারের ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দেওয়ার মতো ঘটনা কখনওই সমর্থন করা যায় না বলে জানালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

সুদীপ রায়বর্মণ।

সুদীপ রায়বর্মণ।

সংবাদ সংস্থা
আগরতলা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০২:০৯
Share: Save:

বিধানসভায় স্পিকারের ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দেওয়ার মতো ঘটনা কখনওই সমর্থন করা যায় না বলে জানালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

ত্রিপুরার বনমন্ত্রী নরেশ জামাতিয়ার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ এনে সোমবার সে বিষয়ে বিধানসভায় আলোচনা করার দাবি জানাতে থাকেন তৃণমূলের ৬ বিধায়ক। এর পরে স্পিকারের টেবিলের সামনে গিয়ে ন্যায়দণ্ডটি তুলে নিয়ে দৌড় দেন তৃণমূল বিধায়ক সুদীপ রায়বর্মণ। মার্শাল রীতিমতো ধস্তাধস্তি করে তাঁর কাছ থেকে সে’টি নিয়ে স্বস্থানে রাখেন। এই ঘটনার ভিডিও মঙ্গলবার সোস্যাল সাইটে ভাইরাল হয়। সংবাদ চ্যানেলগুলোও এ দিনই এই ভিডিও সম্প্রচার করে।

স্পিকার বলেন, বনমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগটি আদালতের বিচারাধীন হওয়ায় বিধানসভায় তা নিয়ে আলোচনা হতে পারে না। এর পরেই সুদীপ তাঁর টেবিলের সামনে গিয়ে হঠাৎ ন্যায়দণ্ডটি তুলে নিয়ে দৌড় দেন। রাজ্যপাল তথাগত রায় এ দিন বলেন, এক জন বিধায়কের এই আচরণ কোনও যুক্তি দিয়েই সমর্থন করা যায় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sudip Roy Barman Tripura Tathagata Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE