Advertisement
০৬ মে ২০২৪

মুক্তি পেলেন চা বাগান কর্তা

১২ দিন পর জঙ্গিদের ডেরা থেকে মুক্তি পেলেন উমরাংশুর কপিলি চা বাগানের ম্যানেজার দেবেন্দ্রনাথ তিওয়ারি। আজ সন্ধে ৫টায় অপহরণকারীরা তাঁকে ডি ডি রোডে ছেড়ে যায়।

নিজস্ব সংবাদদাত
শিলচর শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ০৩:২১
Share: Save:

১২ দিন পর জঙ্গিদের ডেরা থেকে মুক্তি পেলেন উমরাংশুর কপিলি চা বাগানের ম্যানেজার দেবেন্দ্রনাথ তিওয়ারি। আজ সন্ধে ৫টায় অপহরণকারীরা তাঁকে ডি ডি রোডে ছেড়ে যায়। সেখান থেকে তিনি উমরাংশু থানায় যোগাযোগ করেন। পুলিশ তাঁকে পরিবারের লোকেদের হাতে তুলে দেয়। তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কয়েক দিনের ধকলে দেবেন্দ্রবাবু শারীরিক ও মানসিক ভাবে পুরো বিধ্বস্ত। ভাল করে কথা বলতে পারছেন না। তাই আজই তাঁকে নিয়ে চিকিৎসার জন্য গুয়াহাটি রওনা হয়েছেন।

৯ এপ্রিল রাতে অপহরণকারীরা বন্দুক দেখিয়ে দেবেন্দ্রনাথ তিওয়ারিকে বাগানের বাংলো থেকে তুলে নিয়ে গিয়েছিল। পুলিশ ও সেনাবাহিনী লাগাতার অভিযান চালালেও সন্ধান বের করতে পারেনি। অপহরণকারীরা পরে তিওয়ারি-পরিবারের সঙ্গে যোগাযোগ করে। চায় মোটা অঙ্কের মুক্তিপণ। কেউ মুখ খুলতে না চাইলেও অনুমান করা হচ্ছে, লেনদেনের বিনিময়েই ছাড়া পেয়েছেন কপিলি চা বাগানের ম্যানেজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea Estate Release
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE