Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Karnataka School Teacher Sacked

ক্লাসে মহাভারত আর রামায়ণকে ‘কাল্পনিক’ বলেছিলেন, চাকরি গেল কর্নাটকের স্কুলশিক্ষকের

তর্কের মুখে স্কুলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গোটা ঘটনাটি অনভিপ্রেত। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের তরফে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। চাকরি খুইয়েছেন অভিযুক্ত।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫২
Share: Save:

ক্লাসে মহাভারত আর রামায়ণকে ‘কাল্পনিক’ বলে চাকরি খোয়ালেন কর্নাটকের এক শিক্ষক। ম্যাঙ্গালুরুর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী সংগঠনের কয়েক জন সদস্য। তাঁদের অভিযোগ, ক্লাসে পড়ুয়াদের সামনে ওই শিক্ষক বলেছেন রামায়ণ, মহাভারতের কাহিনি কাল্পনিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও ওই শিক্ষক আপত্তিকর মন্তব্য করেছেন বলে দাবি করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের একাংশ এলাকার বিজেপি বিধায়ক বেদ্যাস কামাথের লোক। ঘটনাচক্রে, ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হতে দেখা যায় বিধায়ককেও। বিক্ষোভের পরেই ওই শিক্ষককে বরখাস্ত করেন স্কুল কর্তৃপক্ষ। বিক্ষোভ প্রসঙ্গে বিধায়ক বলেন, “কেউ যদি আপনার বিশ্বাসে আঘাত করে, তবে আপনি চুপ করে থাকতে পারবেন না।” অভিভাবকদের একাংশের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক পড়ুয়াদের জানিয়েছেন রাম ‘কাল্পনিক’ চরিত্র।

বিতর্কের মুখে স্কুলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গোটা ঘটনাটি অনভিপ্রেত। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের তরফে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mangalore Ramayana Mahabharata Sacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE