Advertisement
২৫ এপ্রিল ২০২৪
vaccination

স্কুল চালুর আগে টিকা শিক্ষকদের

নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল জানিয়েছেন, স্কুল খোলার আগে সমস্ত  শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ হবে। টিকা দেওয়া হবে তাঁদের বাড়ির লোকেদেরও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ০৪:১৩
Share: Save:

দু’বার স্কুল খুলে হাত পুড়িয়েছে ব্রিটেনের বরিস জনসন সরকার। প্রতিবারই দেখা গিয়েছে, স্কুল খোলায় উল্টে আরও বেড়েছে সংক্রমণের মাত্রা। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে আপাতত স্কুল খোলার কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার। এর পরিবর্তে আজ নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল জানিয়েছেন, স্কুল খোলার আগে সমস্ত
শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ হবে। টিকা দেওয়া হবে তাঁদের বাড়ির লোকেদেরও। তার পর বারো থেকে আঠারো বছর বয়সি পড়ুয়াদের প্রয়োজনে টিকাকরণের আওতায় নিয়ে আসার কথা ভাবা হয়েছে। এর পরেই পুরোদমে স্কুল খোলার কথা ভাবা হবে।

প্রসঙ্গত এ দেশে, ১২-৬৫ বছর পর্যন্ত ব্যক্তিদের উপরে ইতিমধ্যেই পরীক্ষামূলক প্রয়োগের প্রথম দু’টি পর্ব শেষ করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক সংস্থা। ফলাফল ইতিবাচক বলেই দাবি সংস্থার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vaccination teacher covid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE