Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Narendra Modi. Ministry of Education

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রযুক্তি বিভ্রাট

প্রতিবাদী পড়ুয়াদের কটাক্ষ, এ বার অন্তত দেশের প্রত্যন্ত প্রান্তের পড়ুয়ার অসুবিধা বুঝে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার জেদ থেকে সরুক সরকার।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অগস্ট ২০২০ ০৩:৩৫
Share: Save:

তথ্যপ্রযুক্তির ভরা হাটেই বেঁকে বসল প্রযুক্তি! শনিবার শিক্ষা মন্ত্রক আয়োজিত ‘স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন-২০২০’ অনুষ্ঠানের ফাইনালের শেষে তাতে যোগদানকারী পড়ুয়াদের সঙ্গে ভিডিয়ো-আলাপচারিতা সারলেন প্রধানমন্ত্রী। তার পরে রাখলেন নিজের বক্তব্য।

কিন্তু তার মাঝখানেই ভিডিয়ো আটকে গেল একাধিক বার। সম্প্রচার বন্ধ রাখতে হল মিনিট খানেক। ছবি ফেরার পরেও মাঝেমধ্যেই বিশ্বাসঘাতকতা করছিল ওয়েব লিঙ্ক। পরে তা পুরোদমে ফিরল বক্তৃতার মাঝপথে।

এ সব দেখেশুনে প্রতিবাদী পড়ুয়াদের কটাক্ষ, একে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান। তার উপরে আলোচনার বিষয় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের মতো আধুনিক প্রযুক্তি। তাতেও প্রযুক্তির গেরোয় হিমশিম খেতে হল শিক্ষা মন্ত্রককে। তাদের দাবি, এ বার অন্তত দেশের প্রত্যন্ত প্রান্তের পড়ুয়ার অসুবিধা বুঝে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার জেদ থেকে সরুক তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE