প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন মা। তাই তাঁকে খুন করার পরিকল্পনা করে কিশোরী। প্রেমিক এবং তার ভাইকে সঙ্গে নিয়ে মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, মায়ের মৃত্যু নিশ্চিত করতে হাতুড়ি দিয়ে মাথা-মুখ থেঁতলে দেয় তারা।
সোমবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার হায়দরাবাদে। পুলিশ সূত্রে খবর, কিশোরীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রেমিক এবং তার ভাইয়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মৃতের নাম অঞ্জলি। সোমবার তিনি বাড়িতে একাই ছিলেন। বাড়িতে পুজো করছিলেন। সেই সময় তাঁর কন্যা প্রেমিককে নিয়ে সঙ্গে নিয়ে আসেন। তার পর মহিলার উপর হামলা চালায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কন্যার প্রেমের সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন অঞ্জলি। মায়ের আপত্তি মেনে নিতে পারেনি কিশোরী। রাস্তা থেকে মাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। প্রেমিককেও সেই কথা বোঝায়। তার পরই পরিকল্পনা করে অঞ্জলিকে তিন জন মিলে খুন করে বলে অভিযোগ।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, অঞ্জলিকে প্রথমে শ্বাসরোধ করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত করতে হাতুড়ি দিয়ে মাথা, মুখ থেঁতলে দেওয়া হয়।