বাড়িতে ছিলেন না বাবা-মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহারাষ্ট্রের সোলাপুরের এক কিশোর। চরম পদক্ষেপ করার আগেই সমাজমাধ্যমের অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে লেখে, ‘শেষ থেকেই শুরু’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম যোগেশ অশোক খ্যাগে।মৃত যোগেশ সুশীল নগরের বাসিন্দা। একটি বেকারিতে কাজ করত। তাঁর বাবা পেশায় নিরাপত্তারক্ষী। বাড়িতে মা এবং বোন রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন শোগেশের বাবা-মা, বোন। ফিরে এসে দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছে কিশোর। তাঁরা দ্রুত তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চরম পদক্ষেপ করার আগে সমাজমাধ্যমে একটি পোস্টে যোগেশ লেখে, ‘মৃত্যুর আগে সকলের মন থেকে মুছে যেতে চাই। যাতে আমার মৃত্যুর পরে কেউ আমায় মনে না করে।’ এখানেই থামেনি সে। অন্য একটি পোস্টে লেখে, ‘শেষের থেকে শুরু।’