সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নির্বাচন কমিশন নোটিস পাঠিয়েছে বিহারের স্বীকৃত সব রাজনৈতিক দলকে। তার পরে ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় সক্রিয় ভাবে অংশগ্রহণের জন্য দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে খসড়া ভোটার তালিকায় আপত্তি বা সংশোধনের আবেদন জানানোর জন্য আর ৬ দিন সময় আছে। এমতাবস্থায় রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী তাঁর ভিডিয়ো-বার্তায় বলেছেন, ‘‘আরজেডি-র নেতা ও কর্মীদের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। যাঁদের নাম অন্যায় ভাবে বাদ গিয়েছে, তাঁদের নাম তোলাতে হবে। মানুষকে সাহায্য করে ভোটার তালিকায় নাম তোলানোর দায়িত্ব দলের কর্মীদের। তার জন্য প্রত্যেককে সক্রিয় ভূমিকা নিতে হবে।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘নির্বাচন কমিশন অসৎ ভাবে কাজ করছে। গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে।’’
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাংসদ তথা এআইসিসি-র সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে মধুবনীতে ‘ভোটার অধিকার যাত্রা’য় রয়েছেন তেজস্বী। শেষ লগ্নে তিনি এমন আবেদন জানালেও কমিশনের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত রাজনৈতিক দলের মধ্যে একমাত্র সিপিআই (এম-এল) লিবারেশনের বুথ লেভল এজেন্টরা (বিএলএ) ১০টি আবেদন জমা দিয়েছেন। অন্য কোনও দলের তরফে কোনও আবেদন আসেনি বলেই কমিশনের বক্তব্য। খসড়া তালিকা নিয়ে আপত্তি বা সংশোধনের জন্য এখনও পর্যন্ত আবেদন করেছেনএক লক্ষ ৬২ হাজার ৪৫৩ জন। তার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ১৭ হাজার ৫১৬টি আবেদনের। পাশাপাশি, নতুন ভোটার হিসেবে নাম তোলার আবেদন বেড়েই চলেছে। কমিশনের তথ্য অনুযায়ী, এই আবেদনের সংখ্যা এখনও পর্যন্ত চার লক্ষ ৩৩ হাজার ২১৪।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)