খোলা মাঠের উপর সবুজ ট্র্যাক্টরের উপর উর্দি পরে দাঁড়িয়ে এক মহিলা আধিকারিক। তাঁর আশপাশে জড়ো একাধিক ব্যক্তি। প্রায় প্রত্যেকের হাতেই প্রমাণ সাইজের বাঁশের লাঠি। হঠাৎই ট্র্যাক্টরের উপর লাঠি দিয়ে মারতে শুরু করল তারা। মহিলাটি মোবাইল ফোনে সে খবর দেওয়ার চেষ্টা করতেই লাঠির ঘায়ে তাঁর হাত থেকে তা ছিটকে গেল। এ বার সরাসরি লাঠির আঘাত নেমে এল তাঁর উপরেই। চলতে থাকল এলোপাথাড়ি লাঠি। নিজেকে বাঁচানোর চেষ্টা করেও রেহাই পাননি তিনি। সরকারি প্রকল্পের অধীনস্থ বৃক্ষরোপণের কাজে গিয়ে এ ভাবেই আক্রান্ত হলেন বন দফতরের এক মহিলা আধিকারিক। ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে এমনই ছবি।
পুলিশ জানিয়েছে, রবিবার সকালে তেলঙ্গানার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ক্ষমতাসীন তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) এক বিধায়কের ভাই-সহ ১৬ জনকে। ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ দিন সকালে কোমারম ভীম আসিফাবাদ জেলায় নিজের দল নিয়ে বৃক্ষরোপণের কাজে গিয়েছিলেন ফরেস্ট রেঞ্জ অফিসার সি অনিতা। ৩০ জন পুলিশকর্মী ও ফরেস্ট গার্ড থাকা সত্ত্বেও উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন তাঁরা। অভিযোগ, নিজের সঙ্গীদের নিয়ে স্থানীয় জেলা পরিষদের ভাইস চেয়ারপার্সন তথা বিধায়ক কোনেরু কোনাপ্পার ভাই কোনেরু কৃষ্ণ ওই আক্রমণের নেতৃত্ব দেন।