Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

কাঁপছে উত্তর ভারত, ঠান্ডা কমলো কলকাতায়

কুয়াশার দাপটও অন্যান্য দিনের থেকে সামান্য কম। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতার তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি কম। তবে কনকনে ঠান্ডায় জবুথবু গোটা উত্তর ভারত।

ময়দানের এই কুয়াশা আপাতত উধাও। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

ময়দানের এই কুয়াশা আপাতত উধাও। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৩:৪১
Share: Save:

দিন কয়েক টি-২০ মুডে খেলার পর এ বার যেন টেস্ট ম্যাচে নেমেছে শীত। ভোরবেলা সেই হাড়কাঁপানো ভাবটাই নেই।

কুয়াশার দাপটও অন্যান্য দিনের থেকে সামান্য কম। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতার তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি কম। তবে কনকনে ঠান্ডায় জবুথবু গোটা উত্তর ভারত।

কলকাতার বাসিন্দারা শীতের আমেজ উপভোগ করলেও ঠান্ডায় রীতিমতো কাঁপছে উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা-সহ গোটা উত্তর ভারত। দিন দশেক পর দিল্লি ও তার আশপাশের এলাকায় পড়েছে ঘন কুয়াশার চাদর। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাও।

আরও পড়ুন
দিদির নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল ‘বেস্ট বেঙ্গল’ হয়েছে: মুকেশ

এ দিন রাজস্থানের সিকারে পারদ নেমে গিয়েছে শূন্যাঙ্কে। অমৃতসরের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, রাজধানীর পারদ নেমেছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। কম দৃশ্যমানতার জন্য ব্যাহত হয়েছে রেল পরিষেবা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার রাজধানীতে বাতিল করা হয়েছে ১৩টি ট্রেন। ২১টি ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে। ৪টি ট্রেনের সময় বদলানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন গোটা উত্তর ভারত জুড়েই ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। ফলে আপাতত ওই অঞ্চলগুলিতে কনকনে ঠান্ডা কমার কোনও আশা নেই।

রাজধানীর পারদ আজ নেমেছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। ছবি: এএফপি।

রাজধানী কলকাতার মতো না হলেও এ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের মেজাজ তুঙ্গে। শ্রীনিকেতনে এ দিনের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। জলপাইগুড়িতে ৯.৩, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

আরও পড়ুন
শিল্প সম্মেলনেই মোদীকে অসহিষ্ণুতা নিয়ে খোঁচা মমতার

তবে আগামী দু’দিনে কলকাতার তাপমাত্রা বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। যদিও ২০ জানুয়ারির পর থেকে তা ফের ১২-তে নেমে আসবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালের দিকে শহরে হালকা কুয়াশা হতে পারে।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Winter Temperature
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE