Advertisement
E-Paper

শ্রীনগরে আতঙ্ক

পাম্পোরে জঙ্গি দমন অভিযান শেষ হওয়ার এক দিন পরেই আতঙ্ক ছড়াল শ্রীনগরে। বৃহস্পতিবার শ্রীনগরের বাণিজ্যিক এলাকা লাল চক ও সংলগ্ন অন্য এলাকায় ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০৩:২৭
সুনসান শ্রীনগরের লালচক। পাম্পোরে জঙ্গি হানার পরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

সুনসান শ্রীনগরের লালচক। পাম্পোরে জঙ্গি হানার পরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

পাম্পোরে জঙ্গি দমন অভিযান শেষ হওয়ার এক দিন পরেই আতঙ্ক ছড়াল শ্রীনগরে। বৃহস্পতিবার শ্রীনগরের বাণিজ্যিক এলাকা লাল চক ও সংলগ্ন অন্য এলাকায় ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। ওই এলাকায় উপস্থিত মানুষকে সারি বেঁধে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি চলে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলিতেও। স্থানীয়দের মতে, ১৯৯০-এর দশকে জঙ্গি সন্ত্রাসের চরম পর্যায়ে এমন তল্লাশি করত বাহিনী। পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের এক বড় দল শ্রীনগরে ঢুকে পড়েছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা। তাই অভিযান।

srinagar terror
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy