Advertisement
২০ এপ্রিল ২০২৪
Jammu and Kashmir

জম্মু-কাশ্মীরে নির্বাচনে আক্রান্ত প্রার্থী

ডিডিসি-এর নির্বাচনে এই প্রথম কোনও প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় যে প্রার্থী আক্রান্ত হয়েছেন তিনি আপনি পার্টির আনিস উল ইসলাম।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০৪:০২
Share: Save:

জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ (ডিডিসি)-এর তৃতীয় পর্বের ভোটে হিংসাত্মক ঘটনা ঘটল। আপনি পার্টির এক প্রার্থীর উপরে আজ জঙ্গিরা হামলা চালায়। তাঁর অবস্থা স্থিতিশীল। আজ ৫০ শতাংশ ভোট পড়েছে।

ডিডিসি-এর নির্বাচনে এই প্রথম কোনও প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় যে প্রার্থী আক্রান্ত হয়েছেন তিনি আপনি পার্টির আনিস উল ইসলাম। আজ দুপুরে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের না জানিয়েই তিনি নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করেছিলেন। সূত্রের খবর, ওই সময় জঙ্গিরা আনিসকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর মাথায় গুলি লাগে। বর্তমানে ওই প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল। হামলার নিন্দা করে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার টুইট, ‘‘উপত্যকার শান্তির পক্ষে ক্ষতিকারক শক্তিগুলিকে নির্বাচন সবসময়ই দূরে সরিয়ে দেয়।’’

দুপুর পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ছিল ভোট-পর্ব। পুঞ্চ জেলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে। ভোটের হার ৮৩.০৭ এবং ভোটদানের হার সবচেয়ে কম পুলওয়ামায়, ৯.৩১ শতাংশ। ভোটের লাইনে আজ মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jammu and Kashmir Vote
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE