Advertisement
০২ মে ২০২৪
Rahul Gandhi

হিন্দু উদারবাদের বার্তা কংগ্রেসের

কংগ্রেস নেতারা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে মনে করিয়ে দিয়েছেন, রাজীব গান্ধীই প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮৫ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছিলেন।

Rahul Gandhi

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ০৭:৫৫
Share: Save:

রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান থেকে বিজেপি-আরএসএস রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে সনিয়া গান্ধী-মল্লিকার্জুন খড়্গেরা সেখানে যাচ্ছেন না ঠিকই। তবে হিন্দু উদারবাদে কংগ্রেসের বিশ্বাস যে বরাবরই রয়েছে, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করে সেই বার্তা দেওয়ার চেষ্টা করল কংগ্রেস নেতৃত্ব। এ দিন কংগ্রেস নেতারা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে মনে করিয়ে দিয়েছেন, রাজীব গান্ধীই প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮৫ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। স্বামী বিবেকানন্দ যে উদারবাদী হিন্দু ধর্মের প্রচারক করতেন, বিজেপি-আরএসএসের সঙ্গে সনিয়া-খড়্গেরা ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই গোটা বিজেপি কংগ্রেসকে ‘সনাতন হিন্দু ধর্ম-বিরোধী’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে।

আজ খড়্গে থেকে রাহুল ফের যুক্তি দিয়েছেন, মন্দিরে যে কেউ যে কোনও সময় যেতে পারেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি-আরএসএস রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করতে চাইছে, বেকারত্ব, মূল্যবৃদ্ধি থেকে নজর ঘোরাতে চাইছে বলেই তাঁরা সেই অনুষ্ঠানে যাচ্ছেন না।

জাতীয় যুব দিবস উপলক্ষে রাহুল গান্ধী বিবৃতিতে বলেছেন, “আজ বাস্তব সমস্যা থেকে আবেগপূর্ণ বিষয়ের দিকে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে। এটা দেশের মানুষের সঙ্গে প্রতারণা।” তাঁর বক্তব্য, জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দের বিচারধারা ফের স্মরণ করা জরুরি। আজ দেশের তরুণদের ঠিক করতে হবে, স্বপ্নের ভারতের পরিচিতি কী হবে? জীবনযাত্রায় উন্নতি না কি শুধুই আবেগ? উত্তেজক স্লোগান তোলা না কি রোজগার করা? ভালবাসা না বিদ্বেষ? বিজেপি-আরএসএস সনিয়া-খড়্গের রামমন্দিরে না যাওয়া নিয়ে প্রশ্ন তুললেও কংগ্রেস সভাপতি খড়্গের বক্তব্য, “আমি তো আগেই বলেছি, মন্দিরে যে কেউ, যখন খুশি, নিজের আস্থা অনুযায়ী যেতে পারেন। আমরা শুধু যে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে না যাওয়ার কথা বলেছি।” কংগ্রেস নেতা শশী তারুর ১৯৯৯ সালে দিল্লির রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে সনিয়া গান্ধীর বক্তৃতা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, হিন্দু উদারবাদের সঙ্গে কংগ্রেসের পরিচিতি গত ১০ বছরের ঘটনা পরম্পরার প্রতিক্রিয়া হিসেবে উঠে আসেনি। তা বরাবরেরই বিশ্বাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Congress Hinduism BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE