Advertisement
E-Paper

মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করার তিনটি সহজ উপায়

এ বার ঘরে বসেই চটজলদি আপনার মোবাইল নম্বরের সঙ্গে ১২ সংখ্যার আধার নম্বর লিঙ্ক করে ফেলুন। পথ বাতলালো কেন্দ্র। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন, তিনটি সহজ পদ্ধতিতে সহজেই মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা যাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ১৬:০০

প্রায় রোজই আপনার মোবাইলেআসছে এসএমএসটা। কখনও ফোনও। মোবাইল নম্বরের সঙ্গে আপনারআধার নম্বর লিঙ্ক করুন। সে জন্য একটু কষ্ট করে কাছাকাছি রিটেলারের কাছে যেতে হবে। যাঁরা এখনও এই লিঙ্ক করে উঠতে পারেননি, তাঁদের জন্য সুখবর। আর কোথাও যাওয়ার দরকার নেই। এ বার ঘরে বসেই চটজলদি আপনার মোবাইল নম্বরের সঙ্গে ১২ সংখ্যার আধার নম্বর লিঙ্ক করে ফেলুন। পথ বাতলালো কেন্দ্র।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন, তিনটি সহজ পদ্ধতিতে সহজেই মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা যাবে।

কী সেই পদ্ধতি?

• ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)

• মোবাইল অ্যাপ

• ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স ফেসিলিটি (IVRS)

আরও পড়ুন:

ভক্তদের তৈরি থাকতে নির্দেশ, জন্মদিনেই কি কমলের নয়া দল?

পাঁচ হাজার টাকা বন্ডে জামিন পেলেন হার্দিক

ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে সিম কার্ড ভেরিফিকেশন করা অনেক সহজ হবে বলে টেলিকম মন্ত্রক সূত্রে খবর। এই পদ্ধতিতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধীরা। শুধু আধার লিঙ্কের সুবিধাই নয়, আধার রি-ভেরিফিকেশনও হয়ে যাবে ঘরে বসে। ভেরিফিকেশন করতে লোক আসবে বাড়ির দরজায়। যাঁরা দীর্ঘকালীন কোনও কঠিন কোনও রোগে আক্রান্ত,এই সুবিধা পাবেনতাঁরাও।কোনও গ্রাহক নিজের নামে একাধিক সিম কার্ড ব্যবহার করলে, একটি সিম আধারের সঙ্গে সংযুক্ত হলে অন্য সিমগুলোও ভেরিফাই করে নেওয়া সম্ভব হবে। তাছাড়া মোবাইলে অ্যাপ ডাইনলোড করেও ১২ সংখ্যার আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা যাবে। মোবাইল থেকে ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স বা আইভিআরএস পদ্ধতিতে যে ভাবে গ্যাস বুক করেন, সে ভাবেই আধার নম্বর সংযুক্তিরও অপশন রাখা হয়েছে বলে খবর।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সূত্রে খবর, বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত। বুধবার সুপ্রিম কোর্টকে এই কথা জানিয়েছে কেন্দ্র। নয়া নির্দেশিকা অনুযায়ী,গ্রাহকরা যাতে অনলাইনে এই আধার লিঙ্কের নতুন সুবিধাগুলি পান, সেই অপশন রাখতে বলা হয়েছে টেলিকম অপারেটরদের।

খুব দ্রুত সেই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী। তাঁর কথায়, ‘‘দেশের সব নাগরিককে জরুরি সরকারি প্রকল্পগুলির সঙ্গে সংযুক্ত করা এবং সময়মতো তাঁদের দরকারি তথ্য সরবরাহ করার জন্যই আধার নম্বর চালু করা হয়েছে।’’এরই সঙ্গে তিনি যোগ করেন, ‘‘দেশে মোবাইল পরিষেবার অনেক উন্নতি হয়েছে। তাই গ্রাহকদের কাছে খুব দ্রুত এবং সহজেই সরকারি তথ্য পৌঁছে দেওয়ার জন্য আধারের সঙ্গে মোবাইলের সংযুক্তির বিষয়টি ভাবা হয়েছে।’’

Aadhar Card Mobile Number Manoj Sinha Department of Telecommunications IVRS OTM মনোজ সিনহা আধার কার্ড
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy