এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ কী ভাবে হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে গঠিত মন্ত্রিগোষ্ঠী।
তবে এই মুহূর্তে এই কমিটির সামনে এসেছে এক নতুন প্রস্তাব। সেটি হল, এয়ার ইন্ডিয়াকে তিন ভাগে বিভক্ত করা। মহারাজার প্রথম ভাগটি হল, এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক। দ্বিতীয়টি এয়ার ইন্ডিয়া ডমেস্টিক এবং তৃতীয়টি হল, এয়ার ইন্ডিয়া রিয়েল এস্টেট। বিক্রির জন্য এয়ার ইন্ডিয়ার গ্রহণযোগ্যতাকে বাড়াতেই এমন প্রস্তাব সামনে আনা হয়েছে।
অসামরিক বিমান চলাচল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার মতো ব্র্যান্ড কেনার ব্যাপারে রতন টাটা সরকারের কাছে উৎসাহ প্রকাশ করেছেন। কিন্তু টাটা গোষ্ঠী এখনও এ ব্যাপারে কোনও লিখিত আবেদন পত্র জমা দেয়নি। এ ছাড়া, আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে শুধু টাটা নয়, ইন্ডিগো এবং স্পাইস জেটও প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক। অন্য দিকে দেশজ উড়ানের ক্ষেত্রে কাতার এয়ারওয়েজের মতো আন্তর্জাতিক উড়ান সংস্থাকে আনা সম্ভব। কারণ ইতিমধ্যেই কাতার বিমান সংস্থা মন্ত্রকের কাছে এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।