বহু ফাঁসির সাক্ষী থাকলেও, এই প্রথম নিজের হাতে ফাঁসি দিলেন পবন জল্লাদ। একসঙ্গে চার-চার জনকে। নির্ভয়ার ধর্ষক ও খুনিদের গলায় দড়ি পড়িয়ে, হাতল টান দিলেন যে পবন, তিনি পারিবারিক ভাবে তৃতীয় প্রজন্মের ফাঁসুড়ে। উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা পবন। বয়স ৫৫। পবনের ঠাকুরদা কাল্লু জল্লাদ ফাঁসি দিয়েছিলেন ইন্দিরা গাঁধীর দুই খুনি-ষড়যন্ত্রীকে। জোড়া অপহরণ করে খুনের ঘটনায়, রঙ্গা-বিল্লার ফাঁসিও তাঁর হাতে।
একাধিক ফাঁসিতে ঠাকুরদার সহকারী হিসাবে কাজ করেছেন পবন। শিখেছেন ফাঁসি দেওয়ার বিভিন্ন নিয়মকানুন, কায়দা। ঠাকুরদার মৃত্যুর পর বাবা মাম্মু সিংহের সহকারী হিসাবেও পবন কাজ করেছেন কিছু দিন।
জল্লাদ হলেও, আদতে পবন বেশ নিরীহ প্রকৃতির। অভাবের সংসার তাঁর। মাথায় সাত সন্তানের দায়িত্ব। সংসার চালাতে সাইকেল নিয়ে কাপড় বিক্রি করেন। নিজের হাতে এর আগে ফাঁসি দেননি। নিঠারি হত্যাকাণ্ডে দোষী সুরেন্দ্র কোলিকে তাঁর ফাঁসি দেওয়ার কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।