Advertisement
০৫ ডিসেম্বর ২০২২
National News

নয়া নাম-ঠিকানা পেল বাস্তবের ‘মোগলি’

নতুন ঠিকানা পেল বাস্তবের ‘মোগলি’। পেল নতুন পরিচয়ও। আজ থেকে সে আর ‘মোগলি’ নয়, সে এহসাস। লখনউয়ের একটি হোমে তার নতুন নামকরণ করা হল। ওই হোমেই তার থাকার ব্যবস্থা করা হয়েছে। দেখভালের জন্য থাকবেন এক মহিলাও।

নতুন ঠিকানায় বাস্তবের ‘মোগলি’

নতুন ঠিকানায় বাস্তবের ‘মোগলি’

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ১৪:০৯
Share: Save:

নতুন ঠিকানা পেল বাস্তবের ‘মোগলি’। পেল নতুন পরিচয়ও। আজ থেকে সে আর ‘মোগলি’ নয়, সে এহসাস। লখনউয়ের একটি হোমে তার নতুন নামকরণ করা হল। ওই হোমেই তার থাকার ব্যবস্থা করা হয়েছে। দেখভালের জন্য থাকবেন এক মহিলাও।

Advertisement

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শনিবার তাকে এই হোমে আনে উত্তরপ্রদেশ পুলিশ। সেখানেই তার নাম এহসাস রাখেন ওই হোমের সভাপতি সুরেশ ধাপোলা। তিনি বলেন, ‘‘এর আগে তার নাম কখনও দুর্গা কখনও বা পূজা রাখা হয়। কিন্তু, সে কোন ধর্মের তা কারও জানা নেই। তাই তাঁর এমন নাম রাখা হয়েছে।’’

ওই হোমটি মানসিক ভারসাম্যহীনদের জন্য। শিশুবিভাগে অন্যান্য শিশুদের সঙ্গে রাখা হয়েছে তাকে। যদিও সে মানসিক ভারসাম্যহীন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু, দীর্ঘদিন জঙ্গলে থাকায় তার ব্যবহার স্বাভাবিক মানুষজনের থেকে অনেকটাই আলাদা হয়ে গিয়েছে। তাই তাকে এই হোমেই পাঠানো হয়েছে। শনিবার হোমে পৌঁছনোর পর কেন্দ্রীয় শিশু এবং নারীকল্যাণ বিভাগের মন্ত্রী রীতা বহুগুণা জোশী তাকে দেখতে সেখানে যান।

সম্প্রতি উত্তরপ্রদেশের বরাইচে কাটরানিয়াঘাট অরণ্যে হনুমানদের মধ্যে থেকে উদ্ধার করা হয় তাকে। পরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়েটির গায়ে ও হাতে ক্ষত ছিল। দেখে মনে হচ্ছিল, অনেক দিন খেতে পায়নি। হাসপাতালেও সে চার হাত-পায়ে হাঁটছিল বলে জানান এক চিকিৎসক। কিছুই খেতে চাইছিল না। নখ-চুল বিশাল বড় হয়ে গিয়েছিল। মেয়েটি কথাও বলতে পারে না। শুধু আওয়াজ করতে পারে।

Advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশের জঙ্গলে খোঁজ মিলল বাস্তবের ‘মোগলি’র!

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মেয়েটিকে কেউ জঙ্গলে ছেড়ে গিয়ে গিয়েছিল। অনেক দিন ধরে হনুমানের দলের সঙ্গে থাকতে থাকতে তার স্বভাবে পরিবর্তন আসে। খোঁজ চালানো হচ্ছে তার পরিবারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.