Advertisement
০৯ ফেব্রুয়ারি ২০২৫

পার্কের হাত ধরে ‘প্রাণ’ ফিরতে চলেছে রামায়ণের জটায়ুর!

জটায়ুর কথা মনে আছে? রামায়ণে সীতাকে রাবণের থেকে উদ্ধার করতে গিয়েই প্রাণ খুইয়েছিল এই পৌরাণিক পাখি। নতুন বছরেই ফের দেখা যাবে জটায়ুকে! ঠিক সেই জায়গায়, পুরাণ অনুযায়ী যেখানে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল তার।

ছবি: টুইটার।

ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ১১:১৮
Share: Save:

জটায়ুর কথা মনে আছে? রামায়ণে সীতাকে রাবণের থেকে উদ্ধার করতে গিয়েই প্রাণ খুইয়েছিল এই পৌরাণিক পাখি। নতুন বছরেই ফের দেখা যাবে জটায়ুকে! ঠিক সেই জায়গায়, পুরাণ অনুযায়ী যেখানে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল তার।

সব কিছু ঠিকঠাক থাকলে ২০১৬ প্রথম দিকেই কেরলে গেলেই জটায়ুর দর্শন পাওয়া যাবে। জটায়ু ন্যাশনাল পার্ক। তার তোড়জোড়ও চলছে জোরকদমে। আগামী বছরের জানুয়ারিতেই পর্যটকদের জন্য এই পার্ক খুলতে চলেছে। কেরলের কোল্লাম জেলায় ৬৫ একর জমিতে তৈরি হওয়া এই পার্কটি তৈরি করতে খরচ হচ্ছে ১০০ কোটি টাকা। আর মূল আকর্ষণ অবশ্যই বিশালাকার জটায়ুর ভাস্কর্য। পাহাড়ের চূড়ায় থাকা এই ভাস্কর্য দৈর্ঘ্যে ২০০ ফুট, প্রস্থে ১৫০ ফুট এবং উচ্চতায় ৭০ ফুট। আর এই মূর্তির ঠিক নীচেই তৈরি হচ্ছে সিক্স-ডি থিয়েটার। যেখানে বিশাল স্ক্রিনে দেখানো হবে রামায়ণ। এ ছাড়াও পুরো পার্কটি সাজানো হয়েছে ছোট-বড় পাহাড়, ঝর্ণায়। পার্ক জুড়ে থাকবে পৌরাণিকতার ছাপ।

অন্য বিষয়গুলি:

national news mythical mythology jatayu ramayana ram sita jatayu national park
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy