বিল গেটস বা স্টিভ জোবসের মতো হয়তো একডাকে তাঁকে চেনেন না সকলে। কিন্তু, গুগ্লের সিইও হিসাবে তাঁর নাম সামনে আসতেই প্রচারের আলোর কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ৪৩ বছরের সুন্দর পিচাই।
কে এই সুন্দর পিচাই? ভারতীয় বংশোদ্ভূত এই প্রযুক্তিবিদের পুরো নাম সুন্দারাজন পিচাই। ১৯৭২ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন পিচাই। স্কুলের পড়া শেষ করে খড়্গপুর আইআইটি থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক করেন তিনি। উচ্চশিক্ষার জন্য এর পর মার্কিন মুলুকে পাড়ি দেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এম এস করে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রিও হাসিল করেন পিচাই। সেখানে তিনি সিবেল স্কলার–সহ পামার স্কলারও হন।
উচ্চশিক্ষার পাট চুকিয়ে এ বার প্রযুক্তিবিদ হিসাবে জীবন শুরু করেন পিচাই। ২০০৪ সালে গুগ্লে যোগ দেওয়ার আগে তিনি বিভিন্ন সংস্থায় কাজ করেন। এরই মধ্যে ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে পরমার্শদাতা হিসাবে ছিলেন তিনি।