দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ এবং সাইবার অপরাধের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করেছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার, ২৭ অক্টোবর ওই মামলাটি শুনবে দেশের শীর্ষ আদালত। মামলাটির শুনানি হবে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে।
গত ১৭ অক্টোবর ‘ডিজিটাল অ্যারেস্ট’ সংক্রান্ত অভিযোগের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, দেশে এই ধরনের প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষ ভাবে এতে নিশানা করা হচ্ছে বয়স্কদের। ডিভিশন বেঞ্চ মন্তব্য ছিল, ‘‘সাধারণ ভাবে আমরা রাজ্য পুলিশকেই এই ঘটনার তদন্ত করতে বলতাম। কিন্তু আমরা বিস্মিত এবং হতবাক। একে সাধারণ ভাবে নেওয়া যাবে না।’’ এর পর সাইবার প্রতারণা সংক্রান্ত অপরাধের মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত।
হরিয়ানার অম্বালার একটি ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলার প্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:
গত ২১ সেপ্টেম্বর হরিয়ানার এক বৃদ্ধ দম্পতি পুলিশের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন তাঁরা। অভিযোগ, ‘ডিজিটাল অ্যারেস্ট’ করা হয়েছে বলে ভয় দেখিয়ে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে। সারা জীবনের সঞ্চয় খুইয়ে অসহায় দম্পতি পরে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।