Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪

অভিন্ন জয়েন্ট এ বার নয়

চলতি বছর মেডিক্যালে অভিন্ন জয়েন্ট ব্যবস্থা চালু হচ্ছে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে অন্তত এ বছরে রাজ্যগুলির নিজস্ব মেডিক্যাল জয়েন্টের মাধ্যমে পড়ুয়া ভর্তিতে আর কোনও অসুবিধা রইল না। গত ৯ মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, চলতি বছর থেকেই অভিন্ন জয়েন্টের মাধ্যমে ছাত্র ভর্তি করতে হবে রাজ্যগুলিকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০৩:৫১
Share: Save:

চলতি বছর মেডিক্যালে অভিন্ন জয়েন্ট ব্যবস্থা চালু হচ্ছে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে অন্তত এ বছরে রাজ্যগুলির নিজস্ব মেডিক্যাল জয়েন্টের মাধ্যমে পড়ুয়া ভর্তিতে আর কোনও অসুবিধা রইল না। গত ৯ মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, চলতি বছর থেকেই অভিন্ন জয়েন্টের মাধ্যমে ছাত্র ভর্তি করতে হবে রাজ্যগুলিকে। কিন্তু রাজ্যগুলির আপত্তির কারণে ওই নির্দেশকে অগ্রাহ্য করে একটি অধ্যাদেশ আনে কেন্দ্র। যাতে চলতি বছরের জন্য ওই নিয়ম শিথিল করা হয়। এর পর অধ্যাদেশের উপরে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মামলায় আজ শীর্ষ আদালত জানিয়েছে, পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে কোনও স্থগিতাদেশ আনা হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Medical college Joint entrance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE