উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের চেন্নাইয়ে বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! শুক্রবার তামিলনাড়ুর ডিজিপি অফিসে আসে এই হুমকি ইমেলটি। কে এই হুমকি দিলেন, হুমকির নেপথ্যে কী কারণ— তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, শুক্রবার রাজ্য পুলিশের ডিজি-র দফতরে একটি ইমেল আসে। সেই ইমেলে স্পষ্ট ভাষায় লেখা ছিল উপরাষ্ট্রপতির বাড়িতে বোমা হামলার বিষয়টি। হুমকিবার্তা পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ। রাধাকৃষ্ণনের বাড়িতে পৌঁছোয় পুলিশের একটি দল। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সন্দেহজনক কিছু মেলেনি উপরাষ্ট্রপতির বাড়িতে, দাবি পুলিশের। পুলিশের অনুমান, আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ভুয়ো বোমা হামলার কথা ছড়ানো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
তামিলাগা ভেটরি কাজ়াগম-এর (টিভিকে) প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের বাড়িতে বোমা রাখা আছে, দিনকয়েক আগে এমন হুমকিবার্তা পাঠানো হয়েছিল। খবর দেওয়া হয় পুলিশকে। বিজয়ের বাড়িতে আসে বম্ব স্কোয়াডও। তবে তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি তাঁর বাড়ি থেকে। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে এ বার উপরাষ্ট্রপতির বাড়িতে বোমাতঙ্ক ছড়াল।