পর্যটকবোঝাই গাড়ি টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছে বিশালাকায় এক বাঘ। সম্প্রতি এমনই একটি শিউরে ওঠা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি শেয়ার করেছেন শিল্পপতি আনন্দ মহীন্দ্রা।
ঘটনাটি কর্নাটকের বানারঘাট্টা সাফারি পার্কের। জানা গিয়েছে, সাফারি পার্কের মধ্যে হঠাৎই খারাপ হয়ে যায় গাড়িটি। সে সময় সেখানে হাজির হয় একটি বাঘ। খুব কাছ থেকে বাঘ দেখার আনন্দে তখন মশগুল গাড়ির ভিতরে থাকা পর্যটকরা। কিন্তু সেই আনন্দ-মুহূর্তে যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল।