Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Tiger

একসঙ্গে ৫টি শাবকের জন্ম দিয়েছে বাঘিনী, খুশির হাওয়া মধ্যপ্রদেশের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে

মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নতুন অতিথির আগমন। ৫টি শাবকের জন্ম দিয়েছে বাঘিনী। তারা সকলে সুস্থ রয়েছে। বাঘিনী এবং শাবকগুলিকে দেখে উচ্ছ্বসিত পর্যটকরা।

Photograph of tiger

গত বছরের নভেম্বরে সম্ভবত শাবকগুলির জন্ম দিয়েছে ওই বাঘিনী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৪০
Share: Save:

মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে খুশির হাওয়া। একসঙ্গে ৫টি শাবকের জন্ম দিল বাঘিনী। গত শনিবার প্রথম বার ওই ৫ শাবকের সঙ্গে বাঘিনীকে দেখা গিয়েছে। এ কথা জানিয়েছেন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের এক কর্তা এসকে সিংহ। মঙ্গলবার এই খবর প্রকাশ্যে এসেছে।

কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সূত্রে খবর, বাঘিনীর বয়স ৯। গত বছরের নভেম্বরে সম্ভবত শাবকগুলির জন্ম দিয়েছে ওই বাঘিনী। ওই ৫ শাবকের বয়স এখন প্রায় ৩ মাস। তারা সকলে সুস্থ রয়েছে। ওই বাঘিনী ‘ডিজে’ নামে পরিচিত। শাবকের সঙ্গে বাঘিনীকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরাও।

‘অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্ট ২০১৮’ অনুযায়ী, দেশের মধ্যে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক বাঘ রয়েছে। সে রাজ্যে মোট ৫২৬টি বাঘের বাস। গত বছর শেষ বাঘসুমারি হয়েছে। তবে সেই রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। মধ্যপ্রদেশে একাধিক ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। কানহা ছাড়াও বান্ধবগড়, পেঞ্চ, সাতপুরা, পান্নায় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে।

চলতি বছরের শুরুতে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানায় ৩টি শাবকের জন্ম দিয়েছিল একটি সাদা রঙের বাঘিনী। এ নিয়ে নন্দনকাননে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger Tigress national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE