Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National news

২০০২ থেকে ২০১৭, ১৫ বছরের ‘বাবা’কাহিনি

এপ্রিল, ২০০২: ডেরা প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন। ২৮ অগস্ট, ২০১৭: বিকেল ৩টে ২৫ মিনিটে ২০ বছরের কারাদণ্ড হয় রাম রহিমের।

রাম রহিম।— ফাইল চিত্র।

রাম রহিম।— ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ২০:১৩
Share: Save:

২৮ অগস্ট, ২০১৭: বিকেল ৩টে ২৫ মিনিটে ২০ বছরের কারাদণ্ড হয় রাম রহিমের।

২৮ অগস্ট, ২০১৭: দুপুর পৌনে ২টোয় রোহতাকের সুনারিয়া জেলে সাজা ঘোষণা শুরু হয়।

২৭ অগস্ট, ২০১৭: ডেরার ৩৬টি আশ্রম সিল করল পুলিশ। ২ কোম্পানি সেনা এবং ১০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়।

২৬ অগস্ট, ২০১৭: এই হিংসা ছড়ানোয় প্রধানমন্ত্রীর সমালোচনা করল আদালত। হরিয়ানার মুখ্যমন্ত্রীরও সমালোচনা করা হয়।

আরও পড়ুন: ১০ নয়, ২০ বছরের জেল ধর্ষক ‘বাবা’ রাম রহিমের

২৫ অগস্ট, ২০১৭: ধর্ষণে দোষী সাব্যস্ত হলেন তিনি। তাণ্ডব শুরু ভক্তদের। আগুন জ্বলল পঞ্চকুলায়। আঁচ পড়ল পাশের চার রাজ্যেও। তাণ্ডবের বলি হলেন ৩৮ জন।

২৫ অগস্ট, ২০১৭: শুনানির জন্য আদালতে হাজির হলেন রাম রহিম। পঞ্চকুলার প্রচুর ভক্তের জমায়েত।

জুলাই, ২০১৭: রোজকার শুনানি শুরু হল।

জুন, ২০১৭: দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না। ডেরা প্রধান রাম রহিমকে নির্দেশ দিলেন বিচারক।

২০১১-২০১৬: ৫২ জন সাক্ষীর কথা শোনে আদালত।

২০০৯-২০১০: আদালতে দুই অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়।

২০০৭: গুরমীত রাম রহিমের বিরুদ্ধে কোর্টে চার্জশিট পেশ করে সিবিআই।

২০০৫-২০০৬: নতুন করে তদন্ত শুরু হয়। নির্যাতিতা সাধ্বীর খোঁজ শুরু হয়।

ডিসেম্বর, ২০০২: ধর্ষণ, ভীতি প্রদর্শন এবং মহিলাদের সম্মানহানির চার্জ আনা হয় তাঁর উপর।

সেপ্টেম্বর, ২০০২: রাম রহিমের বিরুদ্ধে সিবিআইকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি।

মে, ২০০২: হাইকোর্ট সিরসা জেলা ও দায়রা আদালতের বিচারককে তদন্তের নির্দেশ দেন।

এপ্রিল, ২০০২: ডেরা প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE