Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Assam

Assam: অসমে দিন দশেকের মধ্যেই আরও বড় ‘দিদি ম্যাজিক’, দাবি সুস্মিতা দেবের

আগামী কয়েক সপ্তাহের মধ্যে অসম প্রদেশ কংগ্রেসের বহু গুরুত্বপূর্ণ নেতা যোগ দিতে পারেন বাংলার শাসকদলে। সেই যোগদান পর্বে থাকতে পারে বড়সড় চমক।

এ বার থেকে অসম তৃণমূলের যাবতীয় কাজকর্ম হবে ওই দফতর থেকেই।

এ বার থেকে অসম তৃণমূলের যাবতীয় কাজকর্ম হবে ওই দফতর থেকেই। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১২:১৩
Share: Save:

অসমে দিন দশেকের মধ্যেই আরও বড় ‘দিদি ম্যাজিক’ দেখা যাবে। এমনটাই দাবি করেছেন তৃণমূলের মহিলা নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে অসম প্রদেশ কংগ্রেসের বহু গুরুত্বপূর্ণ নেতা যোগ দিতে পারেন বাংলার শাসকদলে। সেই যোগদান পর্বে থাকতে পারে বড়সড় চমক। রবিবার কলকাতায় এসে অসম কংগ্রেসের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা তৃণমূলে যোগদান করেন। যা এআইসিসি নেতৃত্বের কাছে বড় ধাক্কা। তার আগে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি পাঠিয়ে কংগ্রেস ছাড়েন রিপুন। তাঁর যোগদানে অসমে তৃণমূল সংগঠন জোরদার হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা। তিনি বলেন, ‘‘আগামী দিন দশেকের মধ্যে আরও 'দিদি ম্যাজিক' অপেক্ষা করছে। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে তৃণমূলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে তাঁদের দলে যোগদান করানোর বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী দিন দশেকের মধ্যেই গুয়াহাটিতে তাঁদের তৃণমূলে যোগদান করানো হবে।’’ তাঁর কথায়, ‘‘মমতাদির নেতৃত্বে অসমের মানুষ বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান।’’


উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শাখা-প্রশাখা বিস্তারের কাজ শুরু করেছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকে ত্রিপুরা, অসম, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে একাধিক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। সেই সূত্র ধরেই অসম কংগ্রেসে বড়সড় ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে। অসমের সদর শহর গুয়াহাটিতে রাজ্য তৃণমূলের একটি দফতর খোলা হচ্ছে চলতি সপ্তাহেই। এ বার থেকে অসম তৃণমূলের যাবতীয় কাজকর্ম হবে ওই দফতর থেকেই। কংগ্রেস নেতাদের যোগদান করানো হবে নতুন ওই দফতরে। এমনটাই জানিয়েছেন সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা ও মেঘালয়ে আগামী বছর মার্চ মাসে বিধানসভা ভোটের নির্ঘণ্ট রয়েছে। ওই দুই রাজ্যের নির্বাচনে তৃণমূল লড়াই করবে। সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অসমের সব ক'টি আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল। সেই লক্ষ্যে অসমে সংগঠন বিস্তারের পক্ষপাতী তৃণমূল নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam Politics trinamool West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE