Advertisement
১৯ মে ২০২৪

দেশকে বেচে দেওয়ার বাজেট, বলল তৃণমূল

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দীর্ঘতম বাজেট বক্তৃতা শেষ করার ঠিক পরেই তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই বাজেট পুরোপুরি হতাশাব্যঞ্জক।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৯ ০১:৪৯
Share: Save:

তৃণমূল বলল, এটা ‘সেল ইন্ডিয়া’ বাজেট। শুধু কিছু স্বপ্ন দেখানোর বাজেট।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দীর্ঘতম বাজেট বক্তৃতা শেষ করার ঠিক পরেই তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই বাজেট পুরোপুরি হতাশাব্যঞ্জক। যা ভাবা হচ্ছিল তার কিছুই হয়নি। অনেক প্রয়োজনীয় বিষয়েরই উল্লেখ নেই। যেগুলি আছে সেগুলিও ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হয়েছে।’’

নজর না-দেওয়া বিষয়গুলি কী? তৃণমূলের বক্তব্য, বাজেটে বেকারত্ব দূর করার কোনও রাস্তা বলা নেই। কৃষকদের আয় কী ভাবে বাড়বে, সে প্রসঙ্গ নেই। অথচ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার কথা বলা আছে। এরই সঙ্গে সুদীপবাবুর অভিযোগ, ‘‘স্বাস্থ্য নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি। জলসঙ্কট মোকাবিলারও কোনও সূত্র দেওয়া নেই। পেট্রোল-ডিজেলের দাম এমনিতেই বাড়ছে। তার উপরে আরও সেস চাপানো হল। এয়ার ইন্ডিয়া বিলুপ্তির পথে অথচ কোনও কথা নেই। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিপদের মুখে ঠেলে দেওয়া হল।’’

তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘এটা স্বপ্ন বেচার বাজেট। কিন্তু সেই স্বপ্ন আম জনতার জন্য দুঃস্বপ্ন। বলা হয়েছে, ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিন্তু বর্তমানে দেশের বৃদ্ধির যে হার তাতে ২০৪০-এর আগে তা হওয়া সম্ভব নয়।’’ সরকারের বাজেটকে ‘সেল ইন্ডিয়া’ আখ্যা দিয়ে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেকের বক্তব্য, ‘‘দেশের সংবাদমাধ্যম, বিমা সংস্থা, বিমান পরিষেবা— বিক্রি করে দেওয়া হচ্ছে। গোটা বাজেটে কর্মসংস্থান শব্দটাই নেই। রেলের জন্য বরাদ্দ ঠিক ২ মিনিট ১৫ সেকেন্ড! যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এই বাজেট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Union Budget 2019 TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE