Advertisement
২৫ এপ্রিল ২০২৪
TMC

গোয়া বিধানসভা ভোটে তৃণমূল খরচ করেছে ৪৭ কোটি টাকা, বিজেপি ১৭ কোটি: নির্বাচন কমিশন

২০২১ সালের বাংলা বিধানসভা ভোটে মোদী-শাহ জুটিকে আটকে দেওয়া তৃণমূল বাংলার বাইরে বিস্তার লাভে মন দিয়েছিল। ওই সারিতে প্রথমে ছিল বিজেপি-শাসিত ত্রিপুরা, তার পর গোয়ার বিধানসভা ভোট।

গোয়ার ভোটে তৃণমূল ও বিজেপির ব্যয়ের খরচ কত?

গোয়ার ভোটে তৃণমূল ও বিজেপির ব্যয়ের খরচ কত? —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৭
Share: Save:

প্রথম বার গোয়া বিধানসভা ভোটে লড়তে গিয়ে তৃণমূল ব্যয় করেছে মোট ৪৭ কোটি ৫৪ লক্ষ টাকা। শাসক দল বিজেপির খরচ ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। সম্প্রতি রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

২০২১ সালে বাংলার বিধানসভা ভোটে মোদী-শাহর জুটিকে আটকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার মমতা পশ্চিমবঙ্গের মসনদে বসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বস্তুত, অভিষেকের উদ্যোগে বাংলার বাইরে বিস্তার লাভে মন দিয়েছিল তৃণমূল। ওই সারিতে প্রথমে ছিল বিজেপি-শাসিত ত্রিপুরা, তার পর গোয়ার বিধানসভা ভোট।

তিন মাস আগে গোয়ার ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে সৈকতরাজ্যে একটিও ঘাসফুল ফোটাতে পারেনি তৃণমূল। তবে প্রচারে কার্পণ্য করেনি দল। তাই ব্যয়ও হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি নির্বাচন কমিশনের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, গত মার্চে গোয়া বিধানসভা ভোটে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি খরচ করেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস খরচ করেছিল ১২ কোটি টাকা।

এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ১১ প্রার্থীকে মোট ২৫ লক্ষ টাকা করে দিয়েছিল। প্রচারেও অল্পবিস্তর খরচ করে মোট ব্যয় হয় প্রায় তিন কোটি টাকা। শিবসেনা গোয়ায় ১০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। মোট খরচ করেছে ৯২ লক্ষ টাকা। তবে তাক লাগিয়েছে তৃণমূল! গোয়ার ৪০টি আসনের মধ্যে ২৩টিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। একটিতেও জয় আসেনি। তবে মমতার দল খরচ করেছে প্রায় সাড়ে ৪৭ কোটি টাকা। অন্য দিকে, গোয়ার শাসক দল বিজেপি খরচ করেছে ১৭.৭৫ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Goa Assembly Election 2022 Goa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE