বিহারে ‘ভোট চুরি’ স্লোগান তুলে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় আগামী সপ্তাহে ইন্ডিয়া শিবিরের শরিক দলের এম কে স্ট্যালিন ও অখিলেশ যাদব যোগ দিতে চলেছেন। যদিও তৃণমূল কবে এই যাত্রায় অংশ নেবে, তা এখনও স্পষ্ট নয়। তৃণমূল সূত্রের খবর, প্রাথমিক ভাবে ভোটার অধিকার যাত্রার শেষে ১ সেপ্টেম্বর পটনার জনসভায় সমস্ত বিরোধী দলের নেতানেত্রীদের থাকার কথা। সেখানে তৃণমূলের কেউ থাকতে পারেন। তার আগে তৃণমূলের কারও যাত্রায় থাকার সম্ভাবনা কম।
আজ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, ডিএমকে প্রধান স্ট্যালিন ২৭ অগস্ট এবং সমাজবাদী পার্টির অখিলেশ ৩০ অগস্ট ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী, তেজস্বী যাদবের সঙ্গে যোগ দেবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও যোগ দেবেন যাত্রায়। এ ছাড়া প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও আগামী সপ্তাহে যাচ্ছেন।
তৃণমূল সূত্রের বক্তব্য, সংসদের অধিবেশনে কংগ্রেস ও অন্য বিরোধীদের সঙ্গে তৃণমূলের সমন্বয় ভাল হলেও আপাতত তৃণমূল পশ্চিমবঙ্গে নজর দিতে চাইছে। বিহারের ভোটার অধিকার যাত্রায় শুধু রাহুল গান্ধী নয়, তেজস্বী যাদবও নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সুসম্পর্কের খাতিরে তৃণমূল গুরুত্বপূর্ণ কোনও মুখকে পটনার জনসভায়পাঠাতে পারে। রাহুলের বাড়িতে নৈশভোজের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পটনায় যান কি না, সেটাই দেখার বিষয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)