ত্রিপুরার আগরতলা পুরসভার ৫১টি ওয়ার্ডেই প্রার্থী দিল তৃণমূল। তাৎপর্যপূর্ণ ভাবে তালিকার প্রায় ৫০ শতাংশই মহিলা। বুধবার ত্রিপুরার রাজধানী শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থীরা। ছিলেন দলের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক এবং রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব।
সুস্মিতা বলেন, ‘‘সব আসনে প্রার্থী দিতে পারা আমাদের প্রথম জয়। ত্রিপুরাবাসীর সমর্থন পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’’
তৃণমূলের ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছেন, রামনগরের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের ভাই তপন। নব্বইয়ের দশকে কংগ্রেস জমানার মন্ত্রী সুরজিৎ একদা ত্রিপুরা তৃণমূলের সভাপতিও ছিলেন।