পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রেক্ষিতে সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশন চাইল তৃণমূল। মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদেরা বৈঠকের পর এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। তাঁদের আবেদন, বিদেশ সফর সেরে সংসদীয় প্রতিনিধিদল ফেরার পরে ওই অধিবেশনের আয়োজন করা হোক। তাতে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং তার পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের বিষয়ে সবিস্তার আলোচনা হোক, চাইছে তৃণমূলের সংসদীয় দল।
বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে উপমহাদেশে ঘুরছে সংসদীয় প্রতিনিধিদল। একটি দলের নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। সেই দলে তৃণমূলের তরফে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান ঘুরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছে দলটি। এর পর তারা যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। তৃণমূলের সংসদীয় দলের দাবি, প্রতিনিধিদল দেশে ফেরার পর বিশেষ অধিবেশন হোক সংসদের দুই কক্ষে। মঙ্গলবার বৈঠকের পরে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘‘যাঁরা পহেলগাঁওয়ে জঙ্গিহানায় শহিদ হয়েছেন এবং যে জওয়ানেরা দেশের মানুষকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে তৃণমূলের সংসদীয় দলের তরফে বৈঠক হয়েছে। আমরা চাই, এ নিয়ে রাজ্যসভা এবং লোকসভাতেও বিশেষ অধিবেশনের আয়োজন হোক। এ নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে লিখিত আবেদন করেছি।’’ তাঁর সংযোজন, ‘‘ওই অধিবেশনে যেন সুযোগ দেওয়া হয়, ঠিক কী হয়েছিল, কী ভাবে আক্রমণ প্রতিহত করলেন জওয়ানেরা, সে সব নিয়ে আলোচনার।’’ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ জানান, তাঁরা দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈঠক করেছেন। তৃণমূলনেত্রী আগেই জানিয়েছেন, জঙ্গিহানার প্রেক্ষিতে তৃণমূল কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে। বিদেশে যে প্রতিনিধি দল গিয়েছে তাতেও তৃণমূল যোগ দিয়েছে। সাগরিকা বলেন, ‘‘এখন আমরা একটি বিশেষ অধিবেশন চাইছি। দেশবাসীর জানা উচিত, কী ভাবে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের প্রতিহত করেছি আমরা।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, নিজের ভাষণের মাধ্যমে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য অভিষেক বুঝিয়েছেন ‘অপারেশন সিঁদুর’-এর প্রয়োজনীয়তা। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলা সংঘর্ষ ও পরবর্তী সময়ে সংঘর্ষবিরতিতে সরকারের ভূমিকা নিয়ে সঠিক ধারণা পেতে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে বৈঠকের পর সেটাই জানাল তৃণমূলের সংসদীয় দল। জঙ্গিহানায় নিহত এবং শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে তারা। সাগরিকা বলেন, ‘‘আগামী ৫ জুন সংসদীয় প্রতিনিধিরা বিদেশ থেকে ফিরলে অধিবেশন চেয়ে আমরা আবেদন করেছি প্রধানমন্ত্রীকে। তৃণমূলের সাংসদেরা চিঠিতে সই করেছেন।’’