লোকসভা নির্বাচনে অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই ফৈজ়াবাদে বিজেপি হেরে যায়। এ বার সেই ফৈজ়াবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিল্কীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে বিজেপি ‘অযোধ্যায় হার’-এর প্রতিশোধ নিতে চাইছে। কারণ এই মিল্কীপুরের প্রাক্তন সমাজবাদী পার্টির বিধায়ক অবধেশ প্রসাদই ফৈজ়াবাদ থেকে জিতে বিজেপির অস্বস্তির কারণ হয়ে উঠেছেন।
দিল্লির বিধানসভা নির্বাচন ঘিরে হইচইয়ের আড়ালে বুধবার মিল্কীপুরে বিকেল পাঁচটা পর্যন্ত ৬৫ শতাংশের বেশি ভোট পড়েছে। বিজেপি মিল্কীপুরের ভোটকে ‘সম্মানের লড়াই’ হিসেবে দেখছে। যোগী আদিত্যনাথ কুম্ভ নিয়ে ব্যস্ততার মধ্যেও একাধিক বার মিল্কীপুরে প্রচারে গিয়েছেন। উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের মতে, মিল্কীপুর জিতে ‘অযোধ্যার হারের প্রতিশোধ’ নিতে হবে। সমাজবাদী পার্টি এ বার মিল্কীপুরে অবধেশ প্রসাদেরই ছেলে অজিত প্রসাদকে প্রার্থী করেছে। বিজেপিও দলিত পাসি সম্প্রদায়ের তরুণ নেতা চন্দ্রভানু পাসোয়ানকে প্রার্থী করেছে। যোগী একে ‘জাতীয়তাবাদের সঙ্গে পরিবারবাদের লড়াই’ বলে আখ্যা দিয়েছেন। আর কংগ্রেসের সমর্থন নিয়ে অখিলেশ যাদব ওবিসি-দলিত-মুসলিম ভোটেই ভরসা রাখছেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)