Advertisement
১৯ এপ্রিল ২০২৪
uttarpradesh

Uttarpradesh: পরীক্ষায় নকল রুখতে কড়া যোগী সরকার, লখনউয়ে তৈরি হবে ‘ওয়ার রুম’

পরীক্ষায় নকল ঠেকাতে লখনউতে ‘ওয়ার রুম’ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন উত্তরপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়।

পরীক্ষায় নকল রুখতে পদক্ষেপ উত্তরপ্রদেশে।

পরীক্ষায় নকল রুখতে পদক্ষেপ উত্তরপ্রদেশে। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ০৮:৫৩
Share: Save:

পরীক্ষায় নকল ঠেকাতে তৎপর হচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। পরীক্ষাকেন্দ্রে পড়ুয়ারা যাতে নকল করতে না পারেন, সে কারণে লখনউয়ে ‘ওয়ার রুম’ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়।

এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘সমস্ত পরীক্ষাকেন্দ্রের সঙ্গে লখনউয়ের ওই ওয়ার রুমের সংযোগ থাকবে। পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ করা হয়েছে।’’

অন্য দিকে, সরকারি অর্থ পুষ্ট নয় এমন কলেজগুলিতে অধ্যাপকদের করুণ অবস্থার কথাও তুলে ধরেছেন মন্ত্রী। তাঁরা যথাযথ পারিশ্রমিক পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসে পরিচালন কমিটি ও অধ্যাপকদের মধ্যে বৈঠক করা হবে বলে জানিয়েছেন উচ্চ শিক্ষামন্ত্রী।

নতুন শিক্ষা নীতি দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দেবে বলে মন্তব্য করেছেন যোগীরাজ্যের শিক্ষামন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

uttarpradesh national news Exam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE