Advertisement
E-Paper

পাকিস্তানকে চাপে রাখতে ভারত থেকে রুশ হেলিকপ্টার কিনছে কাবুল

যুদ্ধে লড়ার জন্য ভারতের কাছ থেকে হেলিকপ্টার নিচ্ছে আফগানিস্তান। পাকিস্তানকে চাপে রাখতে। এই প্রথম ভারতের কাছ থেকে কোনও সমরাস্ত্র কিনছে কাবুল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ১৬:২৬
রুশ এমআই-২৫ হেলিকপ্টার।

রুশ এমআই-২৫ হেলিকপ্টার।

যুদ্ধে লড়ার জন্য ভারতের কাছ থেকে হেলিকপ্টার নিচ্ছে আফগানিস্তান। পাকিস্তানকে চাপে রাখতে। এই প্রথম ভারতের কাছ থেকে কোনও সমরাস্ত্র কিনছে কাবুল।

তালিবানদের বিরুদ্ধে লড়াই জোরদার করে তুলতে কাবুল ভারতের কাছ থেকে কিনছে ‘এমআই-২৫’ মডেলের সর্বাধুনিক রুশ হেলিকপ্টার। রুশ সেনাকে কাবুল-ছাড়া করতে এই তালিবানরাই কোমর বেঁধেছিল নব্বইয়ের দশকে।

ক্ষমতাসীন হওয়ার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ভারতের কাছ থেকে সামরিক সহযোগিতা নেওয়া কিছু দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, সম্প্রতি ইসলামাবাদ যে ভাবে আফগানিস্তানের মাটিতে তালিবান জঙ্গিদের গোপনে মদত দিচ্ছে এবং ওই জঙ্গিদের পাকিস্তানে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাতে পাকিস্তানকে চাপে রাখাটা খুব জরুরি হয়ে পড়েছিল কাবুলের। ভারতের কাছ থেকে কাবুলের রুশ যুদ্ধ হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত সেই লক্ষ্যেই।

ভারতের কাছ থেকে ওই সর্বাধুনিক রুশ হেলিকপ্টার কেনার বিষয়টি চূড়ান্ত করতে কাল-পরশুর মধ্যেই দিল্লিতে আসছেন আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহম্মদ হানিফ আতমার। তালিবান ও সন্ত্রাসবাদ দমনে কী কী করণীয়, তা নিয়ে ভারতীয় অফিসার ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে সবিস্তারে আলাপ আলোচনা করবেন আতমার। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের তরফে আজ টুইটারে এ কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, তালিবানদের সঙ্গে জোরদার লড়াই চালানোর জন্য রুশ হেলিকপ্টারগুলি খুবই প্রয়োজন কাবুলের। কারণ, তালিবান জঙ্গিদের বেশির ভাগই দুর্গম পাহাড়ের খাঁজে লুকিয়ে থেকে গেরিলা কায়দায় লড়ছে আফগান সেনাবাহিনীর সঙ্গে। তাদের টক্কর দেওয়ার জন্য আকাশ থেকে আরও বেশি নজরদারি প্রয়োজন। সেই নজরদারির পাশাপাশি আকাশ থেকে হানাদারি চালানোর জন্যও কাবুলের প্রয়োজন ওই সর্বাধুনিক রুশ হেলিকপ্টারগুলি। প্রাথমিক পর্যায়ে ভারতের কাছ থেকে পাঁচটি ‘এমআই-২৫’ মডেলের সর্বাধুনিক রুশ হেলিকপ্টার পাওয়ার আশ্বাস মিলেছে বলে আফগান জাতীয় নিরাপত্তা পরিষদের এক পদস্থ কর্তা জানিয়েছেন।

আফগান জাতীয় নিরাপত্তা পরিষদের ওই দাবিকে সমর্থন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তাও। তাঁর কথায়, ‘‘আমরা ওই রুশ হেলিকপ্টার দিচ্ছি কাবুলকে তালিবানদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য।’’

তালিবানদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য আমেরিকাও কিছু সর্বাধুনিক হেলিকপ্টার দিতে চেয়েছিল কাবুলকে। পেন্টাগন দিতে চেয়েছিল হাল্‌কা ‘ম্যাকডোনেল ডগলাস এমডি-৫৩০’ হেলিকপ্টার। কিন্তু রুশ হেলিকপ্টারই কাবুলের বেশি পছন্দের।

পড়ুন এই সংক্রান্ত আরও খবর

কী কী রয়েছে রুশ ‘এমআই-২৫’ হেলিকপ্টারে?

pakistan islamabad india kabul russia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy